বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন, ফাইল ফটো
২২ বছর পর আবার টেস্ট ক্রিকেট ফিরতে পারে অস্ট্রেলিয়ার ডারউইনে। আগামী বছর বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে নর্দান টেরিটরির এই শহরে।

promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, এই সফরটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। তখন খেলা হতো অস্ট্রেলিয়ার প্রচলিত টেস্ট ভেন্যুগুলোর যেকোনো দুটিতে। তবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালের মার্চে মেলবোর্নে একটি বিশেষ টেস্ট আয়োজন করা হবে। ফলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি এগিয়ে আনা হচ্ছে ২০২৬ সালের জুলাই-আগস্টে।


আরো পড়ুন

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপের মূল্য সাড়ে ৩ কোটি টাকা

৫ ঘন্টা আগে
স্যার ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন ক্যাপ, ফাইল ফটো

এই সময়ে অস্ট্রেলিয়ায় শীত থাকে। তাই সাধারণ টেস্ট ভেন্যুগুলোতে খেলা হয় না। এ কারণেই বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় আছে ডারউইন, ম্যাকাই, কেয়ার্নস ও টাউন্সভিল। কদিন আগেই ডারউইনে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে দীর্ঘ ১৭ বছর পর।


promotional_ad

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, 'আমরা নিশ্চিত করতে চাই যে দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট আয়োজন হোক। যাতে ভবিষ্যৎ প্রজন্ম কাছ থেকে খেলা দেখতে পারে। ডারউইনের মুখ্যমন্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছি, তারাও আগ্রহী। সেখানকার আবহাওয়াও উপযুক্ত।'


আরো পড়ুন

পাওয়ার হিটিংয়ে লিটনদের প্রথম পরীক্ষা নেদারল্যান্ডস সিরিজ

২২ ঘন্টা আগে
বিসিবি

ডারউইনে সবশেষ টেস্ট হয়েছে ২০০৪ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগের বছর এখানেই বাংলাদেশের বিপক্ষে হয়েছিল একটি টেস্ট। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০০৮ সালে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আর এ বছরের সাউথ আফ্রিকা সিরিজের ভেন্যু হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে শহরটি।


তবে ডারউইনের পাশাপাশি সিরিজের আরেকটি ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ম্যাকাই। ২০২৩ সালে সংস্কারের পর ভেন্যুটির মান অনেক উন্নত হয়েছে এবং সদ্য সমাপ্ত সিরিজে সেখানে খেলা হয়েছে। কেয়ার্নস ও টাউন্সভিলও তালিকায় আছে। তবে বজ্রপাতের ঝুঁকি থাকায় টাউন্সভিল কিছুটা পিছিয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball