ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপের মূল্য সাড়ে ৩ কোটি টাকা

স্যার ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন ক্যাপ, ফাইল ফটো
১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরা একটি ব্যাগি গ্রিন ক্যাপ কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর। যার মূল্য ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (যা প্রায় ৩,৪৭,৯৬,৪৩২ বাংলাদেশি টাকা)।

promotional_ad

জাদুঘরটি রাজধানী ক্যানবেরায় অবস্থিত, আর এই মূল্য পরিশোধে অর্ধেক সহায়তা দিয়েছে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। এই ক্যাপটি এখন জায়গা পেয়েছে জাতীয় জাদুঘরের ল্যান্ডমার্কস গ্যালারিতে, যেখানে অস্ট্রেলিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর স্মারক প্রদর্শন করা হয়।


আরো পড়ুন

আরেকটি সেঞ্চুরিতে ব্র্যাডম্যান-কোহলি-স্মিথকে ছাড়িয়ে গেলেন গিল

২৭ জুলাই ২৫
ইংল্যান্ড সফরে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন শুভমান গিল

এই ক্যাপটি পরে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেন ব্র্যাডম্যান। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম অ্যাশেজ সিরিজ। পাঁচ ম্যাচের সেই সিরিজে অস্ট্রেলিয়া জিতেছিল ৩-০ ব্যবধানে। এই সাফল্যই ভিত্তি তৈরি করে দেয় ১৯৪৮ সালের 'ইনভিন্সিবলস' ট্যুরের জন্য, যেখানে অজিরা ইংল্যান্ডে অপরাজিত ছিল।


promotional_ad

অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক জানান, এই ক্যাপ কিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের ক্রীড়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত করা হলো, 'স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেননি, এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তাকে অনেকেই সর্বকালের সেরা ক্রিকেটার মনে করেন।'


আরো পড়ুন

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন

১ ঘন্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন, ফাইল ফটো

'এখন এই ক্যাপটি জাতীয় জাদুঘরে রাখা হওয়ায় দর্শকরা কাছ থেকে দেখতে পারবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে আরও ভালোভাবে সংযোগ করতে পারবেন।'


এ ধরনের ব্যাগি গ্রিন ক্যাপের অস্তিত্ব রয়েছে মাত্র ১১টি। একটি রয়েছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে, বাকিগুলোর অবস্থান ব্যক্তিগত মালিকানায় অথবা অজানা।


জাতীয় জাদুঘরের পরিচালক ক্যাথারিন ম্যাকমাহন বলেন, 'স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন শুধু একজন কিংবদন্তি ব্যাটসম্যানের স্মারক নয়, এটি সেই সময়কে তুলে ধরে, যখন ক্রীড়াবিদরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী হতাশা কাটিয়ে মানুষকে আশা দিতে পেরেছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball