৭ দিনের জন্য শ্রীলঙ্কার পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড

জুলিয়ান উড, ফাইল ফটো
পুরুষ ও নারী জাতীয় দলের ব্যাটিং স্কিলে বৈপ্লবিক উন্নয়ন আনার লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উড। ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এই এক সপ্তাহের কার্যক্রম।

promotional_ad

বিশেষায়িত এই প্রশিক্ষণে সরাসরি জাতীয় দলের কোচদের সঙ্গে কাজ করবেন উড। লক্ষ্য থাকবে ব্যাটারদের ব্যাট স্পিড, শট নির্বাচন এবং স্ট্রাইক রোটেশনের মতো গুরুত্বপূর্ণ দিকগুলো উন্নত করা। পাশাপাশি আধুনিক পাওয়ার হিটিংয়ের টেকনিক ও প্রস্তুতি পদ্ধতির ওপর জোর দেওয়া হবে।


আরো পড়ুন

অনুশীলন ও কঠোর পরিশ্রমই সাফল্যের শেষ কথা: নিশাঙ্কা

২০ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

জুলিয়ান উডের 'পাওয়া হিটিং প্রোগ্রাম' মূলত বায়োমেকানিকস, ক্রিকেটীয় পরিস্থিতি বিশ্লেষণ এবং ফিজিক্যাল ট্রেনিংয়ের সমন্বয়ে গঠিত। এই মডেলের মাধ্যমে খেলার বাস্তব চাহিদা অনুযায়ী ব্যাটারদের হিটিং সক্ষমতা বাড়ানো হয়, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে।


এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), গ্লস্টারশায়ার, হ্যাম্পশায়ার, মিডলসেক্স এবং আইপিএলের দল পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করেছেন উড। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় ভালো করার প্রস্তুতি নিতে চাচ্ছে এসএলসি।


promotional_ad



আরো পড়ুন

ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ

২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এই ক্যাম্পকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেখছে একটি বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে। আসন্ন নারী বিশ্বকাপ, পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে ব্যাটিং ইউনিটের সক্ষমতা বাড়ানো তাদের জন্য অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।


এসএলসির এক সূত্র জানিয়েছে, আলাদা করে নারীদের স্কিল উন্নয়নকেও গুরুত্ব দেয়া হচ্ছে। দুই দলকেই সময় ভাগ করে উডের অধীনে অনুশীলনের সুযোগ দেয়া হবে, যাতে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball