এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাত্র ৭.৩ ওভারে ৯ রানে ছয় উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে অনন্য কীর্তি গড়েছেন মিচেল স্টার্ক। দলীয়ভাবে ক্যারিবিয়ানরা অলআউট হয়েছে মাত্র ২৭ রানে, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ১৭৬ রানে এবং ক্যারিবিয়ানদের ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা।

promotional_ad

এই টেস্টেই স্টার্ক পূর্ণ করেছেন নিজের শততম ম্যাচ ও ৪০০ উইকেটের মাইলফলক। এক ম্যাচেই দুটি বড় অর্জনের সাথে তিনি পেয়েছেন ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার। এত কিছু যে মুহূর্তের মাঝেই ঘটে যাবে, সেটা বিশ্বাস করেননি স্টার্ক নিজেও।


আরো পড়ুন

স্টার্কের আগুন আর বোল্যান্ডের হ্যাটট্রিকে ২৭ রানে শেষ ক্যারিবিয়ানরা

৯ ঘন্টা আগে
৩-০ ব্যবধানে সিরিজ জেতা অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

তিনি বলেন, 'আজ এত দ্রুত সবকিছু ঘটবে, তা আমরা ভাবিনি। গোটা সিরিজেই আমরা জায়গামতো বোলিং করেছি এবং আজও সেটা বজায় ছিল। দারুণ একটা সিরিজ কাটল। হাসিমুখে বাড়ি ফিরব।'


৪০০ উইকেটের মাইলফলক স্টার্ক স্পর্শ করেছেন ১৯,০৬২টি বৈধ ডেলিভারিতে, যা তাকে করে তুলেছে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম (বলের হিসাবে) ৪০০ উইকেটশিকারি। ডেল স্টেইনের পর তিনিই সবচেয়ে কম বৈধ ডেলিভারিতে এই কীর্তি গড়েছেন।


promotional_ad



আরো পড়ুন

৩০ রানের নিচে অল আউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক: চেজ

৬ ঘন্টা আগে
আউট হয়ে মাঠ ছাড়ছেন রস্টন চেজ, ফাইল ফটো

পাশাপাশি গ্লেন ম্যাকগ্রার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় পেসার এবং শেন ওয়ার্ন, নাথান লায়নের পরে অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে টেস্টে চারশ উইকেট নিয়েছেন স্টার্ক।


স্টার্কের প্রথম ওভারে তিন উইকেট নেওয়ার কীর্তিও টেস্টে দীর্ঘদিন পর দেখা গেছে। সর্বশেষ এমন কিছু দেখা গিয়েছিল ২০০৬ সালে, করাচি টেস্টে ইরফান পাঠান পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারে হ্যাটট্রিক করেছিলেন।


স্টার্ক এখন পর্যন্ত টেস্টে চারবার ইনিংসের প্রথম বলে উইকেট নিয়েছেন এবং প্রথম ওভারে মোট ২৩টি উইকেট শিকার করেছেন।


স্টার্ক ম্যাচশেষে রেডিওতে বলেন, 'অসাধারণ এক সফর এটা। গোলাপি বল কীভাবে আচরণ করবে, আমরা জানতাম না। তবে শেষে দেখা গেল আলোর নিচে গোলাপি বল কতটা ভয়ংকর হতে পারে। ভালো জায়গায় বল করতে পেরেছি, সুযোগগুলো নিতে পেরে ভালো লাগছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball