বাংলাদেশ দল আমার বাপ দাদার সম্পত্তি না: সালাহউদ্দিন

ছবি: সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

প্রায় প্রতি ম্যাচেই ধস নামছে ব্যাটিংয়ে। এ কারণে সমালোচনার মুখে পড়েছেন সালাহউদ্দিনও। সিনিয়র সহকারী কোচ হলেও দলের ব্যাটসম্যানদেরই বেশি দেখভাল করেন তিনি। নতুন ব্যাটিং কোচ এলে সালাহদ্দিনের দায়িত্বে কোনো প্রভাব পড়বে কিনা এটাই বড় প্রশ্ন। তবে সালাহউদ্দিন জানিয়েছেন বোর্ড যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই পালন করবেন তিনি।
উইনিং কম্বিনেশন ভাঙার ইঙ্গিত সালাহউদ্দিনের
৪ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'দেখুন আমি কোচ। আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও আন্ডার থার্টিনে গিয়ে কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনোই, এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যাও নাই, আমার কোনো কিছু সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না।'

তিনি আরও বলেন, 'দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না। ঠিক আছে? এটা হচ্ছে যে ভালো, পারফর্ম যদি ভালো না করি, এখানে সমালোচনা হবেই। এটা, এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দিবে। বাট আমি কি টিমের জন্য আমার ১০০% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় সৎ কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়।'
ব্যাটিং উইকেটে বাংলাদেশকে ঘায়েল করতে চায় ‘চাপমুক্ত’ শ্রীলঙ্কা
৪ মিনিট আগে
কোচ হিসেবে পারফর্ম করতে না পারলে চাকরী ছাড়তেও প্রস্তুত বলে জানালেন সালাহউদ্দিন। বাংলাদেশ দলের কোচিং না করালেও অনেক কিছু করার আছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন। এমনকি বাংলাদেশ দলের দায়িত্বেও নিজের ইচ্ছায় আসেননি তিনি। বোর্ড তাকে দায়িত্ব দিয়েছে বিধায় এই দায়িত্ব নিয়েছেন।
নিজের অবস্থান খোলাসা করে সালাহউদ্দিন বলেন, 'আমি যদি ভালো না হই, আমাকে বোর্ড আমাকে সরিয়ে দিবে, কোনো সমস্যা নাই। বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লিখেন, এটা আসলে ঠিক না। এটা মানুষের আসলে, আপনি কখনো, আপনি কি জানেন কি লোকটা সৎ কি সৎ না? সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত। এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি। অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো পড়ে যেতে পারে। আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে। আমার অনেক কিছু করারও আছে। সো, আর এখানে আমি নিজের ইচ্ছায়ও আসি নাই।'