আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল

শুভমান গিল, ফাইল ফটো
লর্ডসে ঐতিহাসিক এক মহারণ শেষ হলো মাত্র ২৩ রানের ব্যবধানে। শোয়েব বশিরের বলে মোহাম্মদ সিরাজের ডিফেন্স, কিন্তু বল ফিরে গিয়ে ভেঙে দিল স্টাম্প। সঙ্গে ভেঙে গেল ভারতের স্বপ্নও। এমন এক লড়াইয়ের পর ভারতীয় শিবিরে আছে কষ্টের দীর্ঘশ্বাস, সঙ্গে খানিকটা গর্বও।

promotional_ad

১৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ভারত ছিল আট উইকেট ১১২ রানে! এমন অবস্থায় রবীন্দ্র জাদেজা একাই ম্যাচে ফিরিয়ে আনেন ভারতকে। জসপ্রিত বুমরাহর সঙ্গে গড়েন ২২ ওভারের জুটি, এরপর সিরাজকে নিয়ে ১৩ ওভার টেনে নিয়ে যান জয় থেকে মাত্র ২৩ রান দূরে।


আরো পড়ুন

‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল

১৩ জুলাই ২৫
জ্যাক ক্রলিকে শাসাচ্ছেন শুভমান গিল, ফাইল ফটো

শেষপর্যন্ত ১৮১ বলে ৬১ রানে অপরাজিত থাকেন জাদেজা। কিন্তু তার সঙ্গীর অভাবে অপূর্ণ থেকে যায় ভারতের মহাকাব্য। জাদেজার এমন লড়াইয়ের প্রশংসা করেছেন অধিনায়ক শুভমান গিল।


promotional_ad

তিনি বলেন, 'তিনি (জাদেজা) ভারতের অন্যতম মূল্যবান খেলোয়াড়। তার অভিজ্ঞতা, বোলিং-ব্যাটিং-ফিল্ডিং—সব মিলিয়ে যা দেয়, সেটা বিরল। আর আজ যেভাবে স্থিরতা দেখিয়েছে, সেটা অসাধারণ ছিল। লোয়ার অর্ডারের সাথে ব্যাটিং নিয়ে আমরা আগের ম্যাচগুলোতেও আলোচনা করেছি। আজ তারা যেভাবে সাহস দেখিয়েছে, সেটা ছিল দারুণ।'


আরো পড়ুন

দলীয় নিয়ম ভেঙেই সফল জাদেজা

৪ জুলাই ২৫
রবীন্দ্র জাদেজা, ফাইল ফটো

'আমরা শেষ পর্যন্ত যেভাবে ম্যাচে ছিলাম, তাতে মনে হচ্ছিল যদি একটি জুটি আরও ১০ রান যোগ করত, তাহলে আমরা খুব কাছাকাছি যেতে পারতাম। আর আমার মনে হয়, এটা দলের পক্ষ থেকে একটি অত্যন্ত গর্বের প্রচেষ্টা।'


তবে আক্ষেপও আছে। সিরিজের প্রথম দুই টেস্টে ভারতের টপ অর্ডার ঝলসে উঠেছিল। কিন্তু লর্ডসে রাহুল আর পান্ত ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। প্রথম ইনিংসে সেই ছন্দপতনের ধাক্কা দ্বিতীয় ইনিংসেও রয়ে যায়।


ভারত অধিনায়ক আরো বলেন, 'আমার মনে হয়, আমরা গতকাল এবং আজ ততটা ভালো খেলিনি। টপ অর্ডারে যদি আমরা ৫০ রানের একটি বা দুটি জুটি গড়তে পারতাম, তাহলে পরে ব্যাটিং সহজ হতো। দুর্ভাগ্যবশত, এবারই প্রথম সিরিজে আমরা ততটা ভালো করতে পারিনি। কিন্তু এমনটা হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball