সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স

ফাইল ছবি
টানা খেলার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে প্যাট কামিন্সকে। অ্যাশেজের জন্য নিজেকে প্রস্তুত করতে সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ থেকেও নিজেকে সরিয়েছেন নিয়েছেন ডানহাতি এই পেসার। অক্টোবরে নিউজিল্যান্ড সফর দিয়ে ফিরতে পারেন কামিন্স।

promotional_ad

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা প্যাট কামিন্স টুর্নামেন্ট শেষেই খেলেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন ডানহাতি এই পেসার। টানা খেলার কারণে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে তাকে। অ্যাশেজের প্রস্তুতির জন্য সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স।


আরো পড়ুন

গ্রিনকে ৩ নম্বরের ‘স্থায়ী সমাধান’ ভাবছে অস্ট্রেলিয়া

২৫ জুন ২৫
অনুশীলনে ক্যামেরন গ্রিন

চোটের কারণে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেনি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে গত মার্চ থেকেই ক্রিকেটে ব্যস্ত সময় কাটছে তাঁর। পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধের কারণে দেশে ফেরার পাশাপাশি হায়দরাবাদের হয়ে সবগুলো ম্যাচই খেলেছেন তিনি। আইপিএল শেষ করেই ইংল্যান্ডে যান সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে।


promotional_ad

লর্ডসের ম্যাচটি শেষ হওয়ার পর বিশ্রাম নেয়ার সুযোগ মেলেনি কামিন্সের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টেস্টেই খেলে ডানহাতি পেসার খেলবেন শেষ ম্যাচেও। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাকে। এবার আগষ্টে ডারউনে হতে যাওয়া তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজেও থাকছেন না কামিন্স।


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের

২ ঘন্টা আগে
স্পেন্সার জনসন ও জশ হ্যাজেলউড

অক্টোবরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে পারেন তিনি। এ ছাড়া অ্যাশেজের আগে নভেম্বরের শেষের দিকে ভারতের বিপক্ষেও সংক্ষিপ্ত সংস্করণের কয়েকটি ম্যাচ খেলতে পারেন কামিন্স। এমনকি নিউ সাউথ ওয়েলসেরহয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচেও দেখা যেতে পারে ডানহাতি পেসারকে। ক্রিকেটে ফেরার আগে জিম সেশনে নিজেকে নিয়ে কাজ করবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।


তৃতীয় টেস্টের আগে স্যাবাইনা পার্কে এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘আগামী কয়েকমাস কিংবা ৬ সপ্তাহ অথবা তাঁর বেশি সময় ভালো আমি ট্রেনিংয়ের মধ্যে থাকব। খুব সম্ভবত বোলিং নিয়ে না, কিন্তু জিমে প্রচুর কাজ করব। আমার শরীর খুব ভালো অনুভব করছে। কিন্তু সবসময় ছোটখাটো কিছু জিনিস থাকে যা আপনি ঠিক করার চেষ্টা করেন এবং গ্রীষ্মের জন্য নিজেকে প্রস্তুত করেন। সম্ভবত আমি নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে কিছু ম্যাচ খেলব। হতে পারে গ্রীষ্মের আগে শেফিল্ড শিল্ডেরও একটা খেলব।’


কামিন্সের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে মিচেল স্টার্ক ও ট্রাভিস হেডকে। তাদের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছেন পেসার জশ হ্যাজেলউডও। ডানহাতি তারকা পেসারে বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ও জাভিয়ের বার্টলেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball