বাংলাদেশ সফরের দলে থাকা ২ ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে পাকিস্তান শাহীনস

ফাইল ছবি
চলতি মাসেই পাকিস্তান জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে আসছেন আহমেদ দানিয়াল ও সালমান মির্জা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফেরার পরই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তারা দুজন। অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টপ অ্যান্ড টি–টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান শাহীনসের স্কোয়াডেও আছেন দানিয়াল ও সালমান।

promotional_ad

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ডের অধীনে অনুষ্ঠিত টপ এন্ড টি–টোয়েন্টি টুর্নামেন্টের গত আসরের মতো এবারও অংশ নিচ্ছে পাকিস্তান শাহীন। অস্ট্রেলিয়ার ডারউনে হতে যাওয়া টুর্নামেন্টে পাকিস্তান শাহীনসকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ ইরফান খান। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার।


আরো পড়ুন

‘দেশের বাইরের চেয়ে দেশে বাংলাদেশ অনেক ভালো দল’

১১ জুলাই ২৫
পিসিবি

পাকিস্তানের হয়ে পাঁচ টি-টোয়েন্টি খেলা আব্দুল সামাদ, তিন ওয়ানডে খেলা ফয়সাল আকরাম, দুই ওয়ানডে এবং ৩৫ টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ হায়দার আলী এবং একটি মাত্র টি-টোয়েন্টি খেলা মুবাশির খানও আছেন স্কোয়াডে। তারা সবাই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরীক্ষিত ক্রিকেটার।


promotional_ad

এ ছাড়া পিএসএল কিংবা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা মাজ সাদাকাত, মেহরান মুমতাজ, খাওয়াজা নাফে, মুহাম্মদ ঘাজী ঘুরি, সাদ মাসুদ, শহীদ আজিজ, উবাইদ শাহ এবং ইয়াসির খান আছেন স্কোয়াডে। আগামী ১৪ আগস্ট পর্দা উঠতে যাচ্ছে টপ অ্যান্ড টি–টোয়েন্টি টুর্নামেন্টের। উদ্বোধনী দিনেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলবে পাকিস্তানের প্রতিনিধিরা।


পাকিস্তান শাহীন ছাড়াও টুর্নামেন্টটিতে খেলবে বাংলাদেশ ‘এ’ দল, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কচার্স। যদিও সবার সঙ্গে সবার খেলার সুযোগ নেই। গ্রুপ পর্বে প্রতিটি দলই ৬টি করে ম্যাচ খেলবে। পাকিস্তানের প্রতিনিধিরা খেলবে পার্থ, মেলবোর্ন, কিংসমেন, অ্যাডিলেড এবং নেপালের বিপক্ষে।


পাকিস্তান শাহীনসের স্কোয়াড– মোহাম্মদ ইরফান খান (অধিনায়ক), আব্দুল সামাদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হায়দার আলী, মাজ সাদাকাত, মেহরান মুমতাজ, খাওয়াজা নাফে, মোহাম্মদ ঘাজী, মুবাশির খান, সাদ মাসুদ, সালমান মির্জা, শহীদ আজিজ, উবাইদ শাহ এবং ইয়াসির খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball