promotional_ad

‘টাকা অসম্ভবকেও সম্ভব করে’, রাজার ভ্রমণ নিয়ে ইমাদ

লাহোর কালান্দার্স
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিকান্দার রাজা। বার্মিংহামে রাতের ডিনার করা জিম্বাবুইয়ান অলরাউন্ডার দুবাইয়ে সেরেছেন সকালের নাশতা। গাড়ি যোগে আবুধাবি পৌঁছে সেখানে করেছেন লাঞ্চ। পরবর্তীতে টসের ১০ মিনিট আগে লাহোরে পৌঁছে খেলেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। লাহোরের তৃতীয় শিরোপা জয়ের নায়কদের একজনও হয়ে উঠেছেন রাজা। তারকা অলরাউন্ডারের এমন পেশাদারিত্ব প্রশংসায় ভাসছে সর্বত্র। ইমাদ ওয়াসিম জানান, টাকা থাকলে এমন সম্ভব জিনিস অনায়াসেই সম্ভব হয়ে উঠে।

promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পিএসএল ছেড়েছিলেন রাজা। প্লে-অফের জন্য লাহোর তাই দলে টানে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজকে। যদিও তাকে একটি ম্যাচেও খেলায়নি তারা। লাহোর পিএসএলের ফাইনালে উঠলেও সেই সময় ট্রেন্ট ব্রিজে টেস্ট খেলছিলেন রাজা। শোয়েব বাশিরের দারুণ বোলিংয়ে মাত্র তিন দিনেই শেষ হয়ে যায় ম্যাচটি। প্রায় ২৪ ঘণ্টা আগে টেস্ট শেষ হওয়ায় পিএসএলের ফাইনাল খেলার প্রাথমিক প্রস্তুতি নিয়ে ফেলেন। যদিও কাজটা একেবারেই সহজ ছিল না রাজার জন্য।


আরো পড়ুন

বার্মিংহামে ডিনার, দুবাইতে ব্রেকফাস্ট – টসের ১০ মিনিট আগে এসেই নায়ক রাজা

২৬ মে ২৫
ম্যাচ জেতানোর পর সতীর্থদের কাঁধে রাজা, পিএসএল

ট্রেন্ট ব্রিজ থেকে পাকিস্তানে এসে ম্যাচ খেলতে নিজের পেশাদারিত্ব ও লাহোরের ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। নটিংহ্যাম থেকে এক বন্ধুর গাড়িতে চড়ে বার্মিংহামে আসেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। বিজনেস ক্লাসের টিকিট না পেলেও ইকোনমি ক্লাসে চড়েই দুবাইয়ে আসেন তিনি। ইংল্যান্ডে ডিনার করা রাজা সকালের নাস্তা করেছেন দুবাইয়ে। দ্রুততার সঙ্গে লাহোরের ফ্লাইট পেতে দুবাই থেকে গাড়িতে করে আবুধাবি যান তিনি। সেখান থেকেই শেষ পর্যন্ত সন্ধ্যা নাগাদ লাহোরে পৌঁছান রাজা।


promotional_ad

জিম্বাবুয়ের অলরাউন্ডার যখন লাহোরে পা রাখেন তখন টসের মাত্র ১০ মিনিট বাকি। টসের সময় মাঠে না থাকলেও রাজাকে রেখেই একাদশ সাজায় লাহোর। শেষ পর্যন্ত ম্যাচ শুরুর আগে মাঠে নেমে ফাইনালে নিয়েছেন রাইলি রুশোর উইকেট। এ ছাড়া শেষের দিকে ব্যাটিংয়ে নেমে ৭ বলে অপরাজিত ২২ রানের ঝড়ো ইনিংস খেলে নায়ক বনে গেছেন রাজা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলার সুবাদে নিজের উদাহরণ টেনে ইমাদ জানান, টাকা থাকলে অনেক কিছুই সম্ভবপর হয়ে উঠে।


আরো পড়ুন

পেরেরা-রাজার ঝড়ে পিএসএলের চ্যাম্পিয়ন রিশাদ-সাকিবদের লাহোর

২৬ মে ২৫
লাহোর কালান্দার্স

এ প্রসঙ্গে ইমাদ বলেন, ‘শোয়েব আখতার যেমন বলেছেন— টাকা আপনার জন্য সবকিছুই করতে পারে। আপনি যদি টাকা পান তাহলে তো আপনি যাবেনই। আমি নিজেও অনেক ভ্রমণ করেছি। কখনও কখনও এক ম্যাচ শেষ হয়েছে এবং পরবর্তী দিনে অন্য আরেকটা ম্যাচ খেলেছি। আমি টানা ২৪ ঘণ্টায় ক্রমণ করেছি এবং সরাসরি ম্যাচ খেলতে নেমে গেছি। হ্যাঁ, টাকা থাকলে ভিন্ন অনেক কিছুই হয়।’


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টাকার ঝনঝনানির সঙ্গে ক্রিকেটারদের পেশাদারিত্বের বিষয়টিও সামনে এনেছেন ইমাদ। পিএসএলে করাচি কিংসের হয়ে খেলা তারকা অলরাউন্ডার বেশিরভাগ সময়ই খেলেছেন রাজার বিপক্ষে। তবে বিভিন্ন লিগে একই দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়েছে ইমাদের। যার ফলে জিম্বাবুয়ের অলরাউন্ডারকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। সবশেষ কয়েক বছরে দারুণভাবে উন্নতি করা রাজাকে প্রশংসায় ভাসিয়েছেন ইমাদ। এ ছাড়া তাকে ম্যাচ-উইনার হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি।


ইমাদ বলেন, ‘সিকান্দার রাজা দারুণ একজন খেলোয়াড়— সবশেষ কয়েক বছরে পুরো বিশ্ব জুড়ে সে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। এমনকি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও সে তাঁর নিজের দলের জন্য ট্রফি জিতেছে। মানুষ হিসেবে সে দারুণ একজন এবং পুরোদস্তুর টিম ম্যান। আমি তার সঙ্গে এবং বিপক্ষে খেলেছি। সাম্প্রতিক সময়ে সে যেভাবে পারফর্ম করছে আপনি তাকে অবশ্যই ম্যাচ-উইনার ডাকতে পারেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball