চেন্নাইয়ের কাছে হেরে কোহলিদের দিকে তাকিয়ে গুজরাট

ছবি: শুভমান গিলকে আউট করে আনশুল কাম্বোজের উল্লাস, বিসিসিআই

ব্যাটারদের ব্যর্থতায় গুজরাটকে থামতে হয়েছে ১৪৭ রানে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে গিলরা হেরেছেন ৮৩ রানে। এমন হারে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকার সুযোগ নষ্ট করেছে গুজরাট। ১৮ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে থাকলেও নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় পেলে তারাই সেরা দুইয়ে থাকবে। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্স জিতলেও তারা দুইয়ে থাকতে পারবে। কেবলমাত্র বেঙ্গালুরু হারলেই সেরা দুইয়ে থাকতে পারবে গুজরাট।
মার্শের সেঞ্চুরিতে টেবিলের শীর্ষে থাকা গুজরাটকে হারাল লক্ষ্ণৌ
২৩ মে ২৫
আহমেদাবাদে জয়ের জন্য ২৩০ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি গুজরাটের। ইনিংসের তৃতীয় ওভারেই গিলের উইকেট হারায় তারা। আনশুল কাম্বোজের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে স্লিপে থাকা উর্ভিল প্যাটেলকে ক্যাচ দিয়েছেন ১৩ রান করা গিল। তিনে নেমে সুবিধা করতে পারেননি বাটলারও। খলিল আহমেদকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারার চেষ্টায় কাম্বোজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

পরের ওভারে আউট হয়েছেন শেরফান রাদারফোর্ডও। কাম্বোজের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে আয়ুশ মাহাত্রকে ক্যাচ দিয়ে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ব্যাটার। দ্রুতই তিন উইকেট হারানোর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সুদর্শন ও শাহরুখ খান। তাদের দুজনের ব্যাটে এগিয়ে যাওয়ার চেষ্টা করে গুজরাট। তাদের দুজনের ৫৫ রানের জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। বাঁহাতি স্পিনারের দারুণ এক ডেলিভারিতে মাথিশা পাথিরানাকে ক্যাচ দিয়েছেন তিনি। দুই ছক্কায় ১৯ রান করে আউট হয়েছেন শাহরুখ।
ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল
২৪ মে ২৫
একই ওভারে আউট হয়েছেন সুদর্শন। গিল, বাটলারদের ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে রেখেছিলেন তিনি। হাফ সেঞ্চুরি পাওয়ার আগেই তাকে ফেরান জাদেজা। বাঁহাতি স্পিনারের বলে শিভাম দুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সুদর্শন। ৬ চারে ২৮ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন দারুণ ছন্দে থাকা বাঁহাতি এই ওপেনার। পরবর্তীতে রাহুল তেওয়াতিয়া, রশিদ খানরা কেউই সুবিধা করতে পারেননি। ফলে ১৪৭ রানে থামতে হয়েছে তাদের। চেন্নাইয়ের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন কাম্বোজ ও নূর আহমেদ।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩০ রান তোলে চেন্নাই। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৫৭ রান করেছেন ডেওয়াল্ড ব্রেভিস। এ ছাড়া ডেভন কনওয়ে ৫২, উর্ভিল ৩৭ এবং আয়ুশ ১৭ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। গুজরাটের হয়ে প্রসিধ দুইটি এবং রশিদ, শাহরুখ ও সাই কিশোর একটি করে উইকেট নিয়েছেন।