‘আমি ধোনি হলে অন্যদের খেলার সুযোগ করে দিতাম’

ছবি: আইপিএলের সামনের আসরে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে?, ফাইল ফটো

১৭ বলে ১৬ রানে আউট হন ধোনি। চেন্নাই সুপার কিংস থামে ১৮৮ রানে। যদিও দুইশ ছাড়িয়ে যেতে পারত দলটির সংগ্রহ। ধোনির ইনিংসের কারণে ম্যাচটিও শেষ পর্যন্ত হারে চেন্নাই। এই মৌসুমে তার এমন পারফরম্যান্স অবশ্য নতুন নয়।
এখনো অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি
৮ মে ২৫
১৩ ইনিংসে তার রান মাত্র ১৯৬, গড় ২৪.৫০। স্ট্রাইক রেট ১৩৫.১৭ হলেও সেটি তার ব্যাটিং অবস্থান অনুযায়ী যথেষ্ট নয়। রান বাড়ানোর চাপ বা ম্যাচ ঘোরানোর সময় ধোনির দিকে তাকিয়ে থাকে দল। অথচ তিনি সেসব মুহূর্তে খুব একটা কার্যকর হতে পারছেন না।

তার সমালোচনা করে বাঙ্গার বলেন, '৪৩ বছর বয়সে এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে খেলা কঠিন। এমন প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের কথা বাদই দিলাম, স্থানীয় পর্যায়ের ক্রিকেটে খেলাও কঠিন। শরীরের ওপর অনেক ধকল যায়। এটা এমএসের (ধোনি) ওপরই নির্ভর করছে। তবে আমি যদি এমএস হতাম, তাহলে বলতাম, ‘যথেষ্ট হয়েছে। যতটা চেয়েছি, খেলতে পেরেছি, ফ্র্যাঞ্চাইজির স্বার্থও দেখেছি..।’ একটা সময় সরে দাঁড়াতেই হয়। এই সুযোগটা করে দিতে হয়।'
'কেউ যদি মনে করে দলে থেকে দ্রুত পালাবদল ঘটিয়ে নেব… তাহলে আসলে আদর্শ সময় বলে কিছু নেই। বরং এটা ভেবে তার প্রশান্তি অনুভব করা উচিত যে, সে চলে গেলে ফ্র্যাঞ্চাইজি নিজে থেকেই গড়ে উঠবে আবার। সময় বেশি লাগতে পারে, কিন্তু পুরো চক্রটায় তো নিশ্চয়ই তার থাকা হবে না! এমএসের অবস্থানের দিকে এভাবেই দেখছি আমি।'
এদিকে দল হিসেবেও চেন্নাই ভালো সময় পার করছে না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে তারা। আইপিএলের সফলতম দলগুলোর একটি হলেও এবার পয়েন্ট তালিকার নিচের দিকে তারা। ফলে ধোনির পারফরম্যান্সের পাশাপাশি দলের সামগ্রিক অবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।
ধোনি অবশ্য কিছুদিন আগে স্পষ্ট করে বলেছেন, অবসর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। আগামী জুলাইয়ে তার বয়স হবে ৪৪। ২০২৬ আইপিএলে তাকে দেখা যাবে কিনা সেই আলোচনা চলছে নিয়মিতই।