এক ম্যাচ নিষিদ্ধ দিগ্বেশ, শাস্তি পেলেন অভিষেকও

ছবি: দিগ্বেশ রাঠি (বামে) ও অভিষেক শর্মার (ডানে) বাকবিতণ্ডার মাঝে আম্পায়ার, ফাইল ফটো।

আইপিএল আয়োজকদের দেয়া বিবৃতিতে জানানো হয়, চলতি মৌসুমে এটি ছিল রাঠির তৃতীয় লেভেল-১ ভঙ্গের অপরাধ। এর ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে। এই কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা পাচ্ছেন তিনি।
বিতর্কিত ‘নোটবুক উদযাপন’ নিয়ে মুখ খুললেন দিগ্বেশ
২৬ এপ্রিল ২৫
বিবৃতিতে বলা হয়, 'এটি ছিল চলতি মৌসুমে দিগ্বেশের তৃতীয় লেভেল-১ ভঙ্গের অপরাধ। আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা অনুযায়ী, তিনি এর আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে পহেলা এপ্রিল একটি ডিমেরিট পয়েন্ট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ এপ্রিল দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। এবার আরো দুই পয়েন্ট যোগ হওয়ায় মোট পাঁচ পয়েন্ট পূর্ণ হয়েছে দিগ্বেশের এবং তিনি লক্ষ্ণৌর পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।'
একানা স্টেডিয়ামে ঘটনার সূত্রপাত হয় অভিষেক শর্মা আউট হওয়ার সময়। শার্দুল ঠাকুরের বলে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন এই ওপেনার। এরপর দিগ্বেশের উদযাপন ভালো লাগেনি অভিষেকের।

অভিষেকের টর্নেডো ইনিংসে লক্ষ্ণৌকে বিদায় করল হায়দরাবাদ
২০ ঘন্টা আগে
তিনি দিগ্বেশের দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে যান এবং দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। আম্পায়ার ও দিগ্বেশের সতীর্থরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনার জেরে শুধু দিগ্বেশই নন, শাস্তির মুখে পড়েছেন অভিষেক শর্মাও। তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। যদিও এটি ছিল অভিষেকের প্রথম কোড অব কন্ডাক্ট লঙ্ঘন।
দিগ্বেশের ম্যাচ ফি'র ৫০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্তও নিয়েছেন ম্যাচ রেফারি। আগামী ২২ মে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে দিগ্বেশকে ছাড়াই খেলতে হবে লক্ষ্ণৌকে।