এনগিডির পরিবর্তে ব্লেসিং মুজারাবানিকে দলে নিলো বেঙ্গালুরু

ছবি: এনগিডির পরিবর্তে ব্লেসিং মুজারাবানিকে দলে নিলো বেঙ্গালুরু, ফাইল ফটো

আইপিএলে এটাই মুজারাবানির প্রথম সরাসরি ডাক। যদিও এই মঞ্চে একেবারেই নতুন নন তিনি। ২০২২ সালে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে আইপিএল খেলেন তিনি। এছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), আইএল টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টেও খেলেছেন তিনি।
টেস্টে ১০০ উইকেট নিতে পারা মুজারাবানির কাছে বিশেষ কিছু হবে
২ ঘন্টা আগে
দীর্ঘদেহী এই পেসারকে আরসিবি দলে ভেড়ায় ৭৫ লাখ রুপিতে। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই স্পিডস্টারকে ঘিরে আরসিবি ইতোমধ্যেই রোমাঞ্চিত। এক বিবৃতিতে বেঙ্গালুরু বলেছে, '২৮ বছর বয়সী মুজারাবানিকে লুঙ্গি এনগিডির অস্থায়ী বদলি হিসেবে দলে নেয়া হয়েছে। এনগিডি ২৬ তারিখে দল ছাড়বেন, তবে তার আগের হোম ম্যাচে শেষবারের মতো মাঠে নামবেন।'

আন্তর্জাতিক অভিজ্ঞতায়ও পিছিয়ে নেই মুজারাবানি। এখন পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ১২টি টেস্ট, ৫৫টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি পেসার। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। সেই পারফরম্যান্সে নজর দিয়েই হয়ত আরসিবি দলে টেনেছে তাকে।
বৃষ্টিতে ভেসে গেছে কলকাতার প্লে-অফ স্বপ্ন
১৮ মে ২৫
আরসিবির জন্য এই বদল আসছে গুরুত্বপূর্ণ এক সময়ে। প্লে-অফে ওঠার দৌড়ে রয়েছে তারা। মুজারাবানির আগমনে ডেথ ওভারে গতি ও বাউন্স বাড়বে বলে মনে করছে দলটি। পাশাপাশি ব্যাটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন এই লম্বা পেসার।
অন্যদিকে লুঙ্গি এনগিডি ২৬ মে’র মধ্যে আইপিএল ছেড়ে ইংল্যান্ডের লর্ডসে যাবেন, যেখানে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে আরসিবির হয়ে শেষবার মাঠে নামবেন তিনি।