promotional_ad

আইপিএল ফাইনাল হতে পারে আহমেদাবাদে

আহমেদাবাদ স্টেডিয়াম, আইপিএল
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সোমবার আইপিএলের বাকি অংশের সূচি ঘোষণা করেছে। প্লে অফের দিনক্ষণ ঠিক করলেও কোনো ভেন্যুর নাম জানায়নি বিসিসিআই। তবে ক্রিকবাজ জানিয়েছে আইপিএলের প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

promotional_ad

সবকিছু ঠিক থাকলে আহমেদাবাদেই কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করবে বিসিসিআই। ম্যাচ দুটি যথাক্রমে ১ জুন ও ৩ জুন অনুষ্ঠিত হওয়ায়র কথা রয়েছে। বিসিসিআই মূলত আবহাওয়ার পূর্বাভাসের কারণে এখনও ভেন্যু হিসেবে আহমেদাবাদকে বেছে নিতে পারেনি।


আরো পড়ুন

আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড

৪ ঘন্টা আগে
ট্রাভিস হেড ও প্যাট কামিন্স, আইপিএল

বিসিসিআই আহমেদাবাদের আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা তাদের। তবে আহমেদাবাদে জুনের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। প্লে-অফের প্রথম দুটি ম্যাচের জন্য মুম্বাই এখনও একটি সম্ভাব্য বিকল্প হিসেবে রয়েছে।


promotional_ad

বৃষ্টিপাতের সম্ভাবনার ওপরই নির্ভর করছে সব সিদ্ধান্ত। কয়েক দিন আগে মুম্বাইতে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এরপর থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। যদি দিল্লি, জয়পুর বা লক্ষ্ণৌয়ের মতো উত্তর ভারতের কোনো ভেন্যু বৃষ্টির প্রভাবমুক্ত থাকে, তাহলে বোর্ড সেগুলোর যেকোনো একটিকেও বেছে নিতে পারে।


আরো পড়ুন

আইপিএল না হলে বিসিসিআইয়ের ক্ষতি ২০০০ কোটি

১১ মে ২৫
আইপিএল শিরোপা, বিসিসিআই

গত ৯ মে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি প্রথম ইনিংসের মাঝ পথে ফ্লাডলাইটের ব্রিভ্রাটের কারণে থমকে যায়। এরপর নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি ১০ মিনিটের মাথায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরদিন থেকে আইপিএলের পুরো আসরই বন্ধ হয়ে যায়।


এরপর এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দেয় বিসিসিআই। সোমবার আবার আইপিএল শুরুর দিনক্ষণ জানায় তারা। নতুন সূচি অনুযায়ী আইপিএলের বাকি কিংস ছয়টি ভেন্যতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই ও আহমেদাবাদ।


প্লে-অফের ভেন্যু পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। তবে সূচি নির্ধারণ করা হয়ে গেছে। সূচি অনুযায়ী কোয়ালিফায়ার ওয়ান ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, কোয়ালিফায়ার টু ১ জুন এবং ফাইনাল ৩ জুন। মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে দুটি ডাবল-হেডার থাকবে, যা দুটি রবিবারে অনুষ্ঠিত হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball