বিকেএসপিতে মাশরাফির ঝলক

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগে বল হাতে দারুন সূচনা করেছেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা। বিকেএসপিতে আবাহনী ও খেলাঘরের ম্যাচে টসে হেরে শুরুতে বল করছে মাশরাফি ও নাসিরদের আবাহনী।
নিজের করা প্রথম স্পেলেই দুই উইকেট তুলে নিয়েছেন মাশরাফি। খেলাঘরের দুই ওপেনার রবিউল ইসলাম রবি ও সাদিকুর রহমান সাদীকে উইকেটে টিকতে দেননি তিনি।
ইনিংসের প্রথম ওভারেই ব্যক্তিগত চার রানে গতবারের সেরা রান সংগ্রাহকদের তালিকায় থাকা রবিকে বিজয়ের ক্যাচে পরিনত করেন মাশরাফি। ইনিংসের পঞ্চম ওভার এসে ফের আঘাত হানেন তিনি।
এবার মাশরাফির শিকার আরেক ওপেনার সাদিকুর রহমান সাদী। ১১ বলে ৯ রান তুলে ভালো সূচনার ইঙ্গিত দিলেও মাশরাফিতে পরাস্ত হন তিনি।

এখন পর্যন্ত প্রথম স্পেলে ১৬ রান খরচায় দুই উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
আবাহনী একাদশ-
নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোঃ মিঠুন আলী, সানজামুল ইসলাম, সাকলাইন সজিব, হোসেন আলী, শচীন রানা।
খেলাঘর একাদশ-
নাফিস ইকবাল খান, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, হাবিবুর রহমান জনি, নূর আলম সাদ্দাম, রবিউল ইসলাম রবি, সাদিকুর রহমান সাদী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, অশোক মানারিয়া।