সেরাটা দিয়ে চেষ্টা করেছি, প্রতি বছর ফাইনাল খেলব ওরকম না: রাব্বি

নর্দার্ন টেরিটরি
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে যেতে হলে মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ ‘এ’ দলের। এমন ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে বোলিংয়ে প্রত্যাশা মেটাতে না পারায় ৩ উইকেট হারতে হয়েছে নুরুল হাসান সোহানদের। ১১ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্বে ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সবাই। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুইটিতে।

promotional_ad

বাংলাদেশের পরের ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে। পাঁচ ম্যাচের তিনটিতে হারায় সোহান-নাইম শেখদের বিদায় প্রায় নিশ্চিত। সেরা চারে উঠতে হলে নেট রান রেটের সমীকরণ মিলিয়ে শেষ ম্যাচ জিততে হবে তাদের। বাকিরা প্রত্যাশা মতো জয় পেলে নেট রান রেটে পিছিয়ে থাকায় সেরা চারে ওঠা হবে না বাংলাদেশের। গত আসরে ফাইনালে খেললেও এবার বিদায়ে নিতে হবে পারে গ্রুপ পর্ব থেকেই।


আরো পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

১০ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

ইয়াসির আলী রাব্বি জানান, একটি কিংবা দুইটি ম্যাচ বেশি জেতা থাকলেই পরিস্থিতি ভিন্ন হতো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে এখানে ব্যাখ্যার কিছু নেই, ক্রিকেট খেলায় যেকোনো কিছুই হতে পারে। প্রত্যেক বছর ফাইনাল খেলবে ওরকমও না। কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। একটা কিংবা দুইটা ম্যাচ বেশি জেতা থাকলে হয়ত অন্যরকম হতো।’


promotional_ad

নর্দার্ন টেরিটরির বিপক্ষে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছিলেন ইয়াসির রাব্বি। মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষেও ব্যাট হাতে রান পেয়েছেন তিনি। দুই ছক্কায় ১৭ বলে খেলেছেন ২৯ রানের ক্যামিও ইনিংস। নিজের ব্যাটিং নিয়ে খুশি হলেও দল না জেতায় মন খারাপ ডানহাতি ব্যাটারের। তবে ইয়াসির বিশ্বাস, এমন ব্যাটিং ভবিষ্যতে আত্মবিশ্বাস জোগাতে কাজে দেবে।


আরো পড়ুন

মেলবোর্নের কাছেও হারলেন সোহান-নাইমরা

২১ আগস্ট ২৫
নর্দার্ন টেরিটরি

ইয়াসির রাব্বি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ব্যাটিং হচ্ছে খুশি। কিন্তু আরেকটু খুশি হতে পারতাম যদি আমার দল জিততো। আত্মবিশ্বাসের জন্য অবশ্যই কাজে দেবে। দলের জন্য বিশেষ করে দেশের জন্য কোনো কিছু অবদান রাখতে পারা সবসময় একটা আনন্দের ব্যাপার। যেটা সবসময় সবাই পারে না করতে, সুযোগও হয় না। আল্লাহর রহমতে আমার সুযোগ এসেছে, আমি চেষ্টা করি অবদান রাখার।’


বাংলাদেশ ছাড়াও টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলছে বিগ ব্যাশের মেলবোর্ন স্টারস একাডেমি, মেলবোর্ন রেনেগেডস একাডেমি, পার্থ স্কর্চার্স একাডেমি, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ও হোবার্ট হারিকেন্সের একাডেমি। এ ছাড়া পাকিস্তান শাহীন্স ও নেপাল জাতীয় দলও খেলছে ডারউইনের এই টুর্নামেন্টে। দেশের বাইরে এমন টুর্নামেন্টে সুযোগ করে দেয়ায় বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন ইয়াসির রাব্বি।


ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমার মনে হয় এটা আমাদের জন্য একটা লার্নিং প্রসেস। আসলে লার্নিং প্রসেস বলব না এটা অনেক বড় সুযোগ। দেশের বাইরে এসে খেলার...বিগ ব্যাশের মনে হয় পাঁচটা দল আছে, পাকিস্তান ‘এ’ দল, নেপাল জাতীয় দল আছে। আমার মনে হয় এটা ভালো একটা টুর্নামেন্ট। নিজের কমফোর্ট জোনের বাইরে এসে খেলতে হয় এসব টুর্নামেন্টগুলো। আমাদের এই সুযোগটা করে দেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball