জ্যোতিদের নিয়ে চলছে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস

অনুশীলনে বাংলাদেশ নারী দল, ক্রিকফ্রেঞ্জি
নতুন দায়িত্ব নিয়ে বিসিবিতে যোগ দিয়ে কাজ শুরু করে দিয়েছেন জুলিয়ান রস উড। স্থানীয় কোচদের নিয়ে মঙ্গলবার পাওয়ার হিটিংয়ের বিষয়ে বিশেষ এক ওয়ার্কশপ করেছেন তিনি। তবে বৃহস্পতিবার বাংলাদেশে পা রেখে দ্রুতই কাজে লেগে পড়েছেন তিনি।

promotional_ad

প্রথম ধাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের নিয়ে কাজ করছেন তিনি। বিকেসপিতে নিগার সুলতানা জ্যোতি-শারমিন শুপ্তাদের সঙ্গে শনি-রবি ও সোমবার প্রায় লম্বা সময় পাওয়ার হিটিং নিয়ে ক্লাস করেন উড। জানা গিয়েছে, বুধবার ও বৃহস্পতিবারও নারী দলের ক্রিকেটারদের নিয়ে তিনি কাজ করবেন।


আরো পড়ুন

‘২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না’

৯ ঘন্টা আগে
বিসিবি

এরপর শুক্রবার বিশ্রাম নিয়ে ১৬ আগস্ট থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের নিয়ে কাজে লেগে পড়বেন উড। আপাতত তাদের ফিটনেস ট্রেনিং চলছে বলেই নারী ক্রিকেটারদের উন্নয়নে কাজ করছেন তিনি। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।


promotional_ad

সূত্রের ভাষ্যমতে, 'উড ঢাকায় এসে নারী দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন। ৩ দিন তিনি নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি আবারও মেয়েদের পাওয়ার হিটিং নিয়ে দীক্ষা দেবেন। এরপর ছেলেদের সঙ্গে কাজ শুরু করবেন।'


আরো পড়ুন

নাহিদার সবুজ দলকেও হারাল বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা

২২ আগস্ট ২৫
বিসিবি

বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইক রেট বাড়ানো, বড় শট খেলার দক্ষতা বৃদ্ধির মিশন নিয়ে এক মাসের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন উড। সেই লক্ষ্যেই বাংলাদেশে চলে আসেন ৫৬ বছর বয়সী ইংলিশ এই কোচ।


২০২২ সালে বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে এসেছিলেন জুলিয়ান উড। পরের বছর কাজ করেছেন চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে। চলতি বছর আইপিএলের ফাইনাল খেলা পাঞ্জাব কিংসের সঙ্গেও ছিলেন তিনি। বাংলাদেশে কাজ করতে ইতোমধ্যে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আলাপ করেছেন ৫৬ বছর বয়সি এই কোচ। আপাতত তিন সপ্তাহের জন্য এলেও লম্বা সময়ের জন্যও কাজ করতে পারেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball