promotional_ad

‘আমরা এখানে শিখতে আসিনি’, ‘এ’ দলের সিরিজের আগে সোহান

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার সিরিজ। আসন্ন এই সিরিজে বাংলাদেশ 'এ' দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। নামে 'এ' দল হলেও এখানে আছেন জাতীয় দলে খেলা অনেক ক্রিকেটার।

promotional_ad

তাই তাদের প্রতিও প্রত্যাশার কমতি নেই। সোহান নিজেই জানিয়েছেন 'এ' দলের হয়ে সিরিজে শেখার জন্য আসেননি তারা। সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশের দলটি। দলটিতে আছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শামীম হোসেন পাটোয়ারীর মতো ক্রিকেটার। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারদের জন্য 'এ' দলের সিরিজকে দারুণ এক সুযোগ হিসেবেও দেখছেন অনেকে। সোহান এটাকে সুযোগ মানলেও জানালেন জেতাই তাদের মূল লক্ষ্য।


সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, ‘দেখুন আমার কাছে ব্যাপারটা এমন না। অবশ্যই এটা একটা সুযোগ। আমিও অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আবার। তাই আমার কাছে মনে হয়, সবাই চাইবে সবার জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। একই সঙ্গে মনে করি যে ব্যক্তিগত কোনো কিছু না। আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কীভাবে জিততে পারি।’


এই সিরিজের অনেক ক্রিকেটারের দিকে জাতীয় দলের নির্বাচকদেরও মনোযোগ থাকবে। এই সিরিজের সিরিজ দেখতে সিলেটে ছুটে গেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সও। ফলে বোঝাই যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সিরিজটি। সোহান জানালেন এসব নিয়ে না ভেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে পারফর্ম করাই তাদের লক্ষ্য।


promotional_ad



'এ' দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই দেখুন আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার বিশেষ কাজ আছে। আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। যে পরিস্থিতিই থাকুক, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। অবশ্যই আমার কাছে মনে হয় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। শতভাগ দিয়ে ভালো কিছু যেন করতে পারি এটাই আশা।’


বাংলাদেশের বিপক্ষে খেলা কিউই দলটির অন্তত ৯জন ক্রিকেটারের অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। তবে আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা থাকলেও তারা খুব বেশি অভিজ্ঞ নন। তবে এমন দলটিকেও হালকাভাবে নিচ্ছেন না সোহান।


দলটিকে সমীহ করে সোহান বলেন, ‘আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামব। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। তাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক ক্রিকেটার আছে। একইসঙ্গে আমার কাছে মনে হয় আমরা যারা আছি, সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলছি যথেষ্ট অভিজ্ঞ। মাঠে দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ। সেই চেষ্টাই করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball