
বাঁহাতি ব্যাটারকে বল করতে চাননি দেখেই বাদ সুমনা, দাবি প্রধান কোচের
নারী ক্রিকেট বিশ্বকাপের জন্য আরো আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা পাননি জান্নাতুল ফেরদৌস সুমনা। ফর্মে থাকা সুমনাকে বাদ দেয়ায় সমালোচনা শুনতে হয়েছে নারী দলের ম্যানেজমেন্টকে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এ নিয়ে খোলাসা করেছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান।