বাঁহাতি ব্যাটারকে বল করতে চাননি দেখেই বাদ সুমনা, দাবি প্রধান কোচের

বাংলাদেশ
বাঁহাতি ব্যাটারকে বল করতে চাননি দেখেই বাদ সুমনা, দাবি প্রধান কোচের
জান্নাতুল ফেরদৌস সুমনা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নারী ক্রিকেট বিশ্বকাপের জন্য আরো আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা পাননি জান্নাতুল ফেরদৌস সুমনা। ফর্মে থাকা সুমনাকে বাদ দেয়ায় সমালোচনা শুনতে হয়েছে নারী দলের ম্যানেজমেন্টকে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এ নিয়ে খোলাসা করেছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান।

সুমনার পরিবর্তে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন অফস্পিনার নিশিতা আক্তার নিশি। মূলত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বল না করতে চাওয়ার জন্যেই সুমনাকে বাদ দেয়া হয়েছে বলে জানান সরোয়ার।

তার বদলে দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী নিশিতা। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

তিনি বলেন, 'সুমনার ব্যাপারে আমরাও এটা নিয়ে আমাদের কোচিং স্টাফ থেকে আরম্ভ করে ক্যাপ্টেনও ছিল। আমাদের অনেক দিন লাগছে এই সিদ্ধান্ত নিতে। পাকিস্তানের সাথে আমরা যখন ওইখানে খেলি বিশ্বকাপে তখন ওদের বাঁহাতি ব্যাটারটা নট আউট ছিল। সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলল সুমনা বল করে নাই এবং ঢাকাতে হোক, প্র্যাকটিসে হোক সবসময় বাঁহাতি ব্যাটারের বিপক্ষে ও বল করতে পারে না।'

'আমাদের মেইন খেলা হলো পাকিস্তান আর শ্রীলংকার সাথে। আমাদের একটা অফস্পিনার লাগবে যে বাঁহাতিকে বল করতে পারে। এই লেফটিকে বল করতে পারে আর যেই অফস্পিনারকে নেওয়া হয়েছে তার একুরেসি, তার থিঙ্কিং, তার সাহস অন্যরকম। একুরেসি অনেক বেটার তার থেকে। সেটা রাইটি হোক, লেফটি হোক। তো সেই চিন্তা করে আমরা সুমনা বাদ পড়ছে। সুমনা কোনো পারফরম্যান্সের কারণে বাদ পড়ে নাই। আমাদের টিমের ডিমান্ডের উপর বাদ পড়ছে সুমনা।'

২৫ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ২৭ সেপ্টেম্বর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে দলটি। এরপর ৭ ও ১০ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে টাইগ্রেসরা।

৩ ও ১৬ অক্টোবর বাংলাদেশ খেলবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভেন্যু বিশাখাপত্তনম। এরপর ২০ ও ২৬ অক্টোবর মুম্বাইয়ে শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্ব শেষে ২৯ ও ৩০ অক্টোবর যথাক্রমে গুয়াহাটি বা কলম্বোতে ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ২ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাই অথবা কলম্বোতে।

বাংলাদেশ স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

আরো পড়ুন: জান্নাতুল ফেরদৌস সুমনা