কোহলিদের ‘ভুলে’ বদলে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচের ভেন্যু

ছবি: ফাইল ছবি

সবশেষ আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতে কোহলিরা। তাড়াহুড়ো করে শিরোপা উদযাপন করতে গিয়ে তবে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের সমাগম হওয়ায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর হয়েছে।। যার ফলে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মারা গেছেন ১১ জন। একই সঙ্গে আহত হয়েছেন ৭০ জন মানুষ।
বিশ্বকাপে কলম্বোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
১৫ জুলাই ২৫
এমন অবস্থায় ফ্র্যাঞ্চাইজি ও কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিছুদিন আগে ১১ জনের মৃত্যুর ঘটনায় তাদেরকে দোষী সাব্যস্ত করেছে আদালত। দৈনিক ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি জিনিসের সংস্কার করতে না পারলে আগামী মৌসুমে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার অনুমতি পাবেন না কোহলিরা।
ওই ঘটনার প্রভাব পড়তে যাচ্ছে আগামী নারী ওয়ানডে বিশ্বকাপেও। সেই টুর্নামেন্টের জন্য ভারতের চারটি ভেন্যুর একটি হচ্ছে বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়াম। বিশ্বকাপের খেলা আয়োজন করতে অনুমতি চেয়েছে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদিও এখন পর্যন্ত অনুমতি মেলেনি তাদের। মহারাজা কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট সরিয়ে নেয়ায় শঙ্কাটা আরও বেশি জাগছে।

কোয়াবের সভায় নারী ক্রিকেটার না রাখায় রুমানা-জ্যোতির ক্ষোভ
৮ আগস্ট ২৫
এ নিয়ে অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়ে অনুমতি চেয়েছি এবং তাদের জবাবের অপেক্ষায় আছি। এখনো তারা না বলেনি। যদি অনুমতি দেওয়ার নীতিই না থাকত, তাহলে তারা মহীশুরে মহারাজা কাপের অনুমতি দিতো না। তাই আমরা অপেক্ষা করছি। এখনো কিছুটা সময় আছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি।’
৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছে এম চিন্নাস্বামী। সবমিলিয়ে তিনটি গ্রুপ পর্বের ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের (যদিও পাকিস্তান ফাইনালে উঠতে না পারে) জন্য ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এই মাঠেই ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। যা গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ।
রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি না পেলে অবশ্য বদলে যেতে পারে বাংলাদেশের ম্যাচের ভেন্যু। রাউন্ড রবিন পদ্ধতিতে নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলবে সাত ম্যাচ। প্রথম ম্যাচ ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। ৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, ভেন্যু গুয়াহাটি।
১০ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ভাইজ্যাগ। একই ভেন্যুতে নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে ১৩ অক্টোবর, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ১৬ অক্টোবর একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ষষ্ঠ ম্যাচ খেলতে আবারও শ্রীলঙ্কা যাবেন টাইগ্রেসরা। কলম্বোতে ২০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে তারা।