সিরিয়ার শরণার্থীদের আঙ্গিনায় ক্রিকেট

ছবি:

সিরিয়ার শরণার্থীদের কাছে ক্রিকেট পৌঁছে দেয়ার উদ্দেশ্যে অনন্য প্রকল্প আয়োজন করেছে ক্রিকেট উন্নয়ন সংস্থা ক্রিকেট উইথআউট বাউন্ডারি (সিডব্লিউবি)। জর্ডানের সিরিয়ার শরণার্থীদের মধ্যে শিক্ষার মাধ্যম হিসেবে ক্রিকেট পৌঁছে দেয়ার চেস্টা করছে সিডব্লিউবি।
ইংল্যান্ড ভিত্তিক পাঁচজনের ভলান্টিয়ার দল গত সপ্তাহে এই উদ্দেশ্যে জর্ডান সফর করে। জর্ডানে অবস্থানরত গৃহযুদ্ধের কারণে বাধ্য হয়ে সিরিয়া ত্যাগ করা শরণার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়াই তাদের উদ্দেশ্য।
জর্ডানে প্রায় ৬০ দেশের ৭৪০,০০০ শরণার্থী আশ্রয় নিয়েছে। শরণার্থীদের অধিকাংশ ইরাকি, সিরিয়া। হাজার হাজার শরণার্থীদের সবাইকে শিক্ষা দেয়ার মত অবস্থা স্থানীয় স্কুল গুলোতে নেই বিধায় ক্রিকেট খেলার ছলেই শিক্ষা ছড়িয়ে দেয়া হচ্ছে।

ক্রিকেট খেলাটি সকল শ্রেণীর মানুষের জন্য। সিডব্লিউবি প্রোগ্রাম অংশ হিসেবে শিশু কিশোরদের মধ্যে ক্রিকেটকে পরিচিত করার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা করতে চাইছে। জুলেস ফারম্যান, সিডব্লিউবির কর্তা বলেছেন,
'ক্রিকেট গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহনের মাধ্যমে সীমানা ছাড়িয়ে যেতে পারে। আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, ক্রিকেট শরণার্থীদের নতুন জায়গায় খুঁটি গাঁড়তে সাহায্য করে। আবশ্যক শিক্ষা গ্রহন, স্বাস্থ্য ও সামাজিক বার্তা বহনেও ক্রিকেট সাহায্য করে।'
ইংল্যান্ড ভিত্তিক এই প্রতিষ্ঠানটি গত এক দশক ধরেই আফ্রিকার বিভিন্ন মহাদেশে কাজ করে আসছে। সিডব্লিউবি গত এক যুগ ধরে আফ্রিকার পাঁচটি দেশে কাজ করেছে। এই সময় প্রায় ২৫০,০০০ শিশুদের কোচিং করিয়েছে।
একই সাথে স্বাস্থ্য সচেতনা মূলক বার্তা বিশেষ করে এইচআইভি এইডস ও এফজিএম নিয়ে অনেক কাজ করেছে সংস্থাটি। একই সাথে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রায় ৩,০০০ হাজার কোচকে প্রশিক্ষণ দিয়েছে সিডব্লিউবি।
ছবিঃ আইসিসি