পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক

ছবি: পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে (বামে), ব্যাটিং কোচ হানিফ মালিক (ডানে), ফাইল ফটো

ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম নফকে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে যুক্ত হলেন। তিনি এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া দলগুলোর পাশাপাশি বিগ ব্যাশ লিগের দল ব্রিসবেন হিটের কোচিং স্টাফেও ছিলেন।
একই সঙ্গে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হানিফ মালিক দেশটির ঘরোয়া ক্রিকেটে একজন পরিচিত ও সম্মানিত কোচ। দীর্ঘদিন ধরে তরুণ ব্যাটারদের সঙ্গে কাজ করে আসছেন মালিক, যিনি মূলত টেকনিক্যাল কোচিং দর্শনের জন্য পরিচিত।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার অভাব ছিল লক্ষ্যণীয়। বিশেষ করে বিদেশি কন্ডিশনে রান করার ক্ষেত্রে ব্যর্থতা স্পষ্ট। পিসিবির প্রত্যাশা, এই অবস্থায় হানিফ মালিকের প্রধান দায়িত্ব হবে ব্যাটারদের আত্মবিশ্বাস গড়ে তোলা এবং শট নির্বাচনের ক্ষেত্রে উন্নতি ঘটানো।

কোচিং স্টাফে নানা পরিবর্তনের অংশ হিসেবে সহকারী কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে আজহার মাহমুদকে। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে কোচিং স্টাফে ছিলেন। যদিও কিছু সাফল্য পেয়েছিলেন, তবে নতুন নেতৃত্বের অধীনে ভিন্ন পথে হাঁটছে পিসিবি।
পিসিবি এখনও দলের প্রধান কোচ কিংবা অন্য স্টাফদের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। দেশটির গণমাধ্যম আরো জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছে তারা।