ইনজুরি কাটিয়ে বেঙ্গালুরুতে ফিরলেন হ্যাজেলউড

ছবি: ইনজুরি কাটিয়ে বেঙ্গালুরুতে ফিরেছেন জস হ্যাজেলউড, ফাইল ফটো

লিগ পর্বে শুরুতে খেলা হ্যাজেলউড ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দলের শীর্ষ উইকেটশিকারী ছিলেন। তবে চোটের কারণে ২৭ এপ্রিলের পর আর মাঠে নামেননি তিনি। এর মাঝে আইপিএলের সূচিতে সাময়িক বিরতি এলে তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান।
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
২৪ মে ২৫
বেঙ্গালুরু শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে যাওয়ায় শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে হ্যাজেলউডের প্রত্যাবর্তন দলের বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে।

লম্বা বিরতির পরও হ্যাজেলউড আইপিএলের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। ১৭.২৭ গড়ে ১৮ উইকেট ও ৮.৪৪ ইকোনমি রেটে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বেঙ্গালুরুর বোলিং বিভাগে।
তার অনুপস্থিতির সময়ে দলে জায়গা পেয়েছিলেন লুঙ্গি এনগিদি। তবে সাউথ আফ্রিকান এই পেসার খুব একটা সফল হতে পারেননি। পাশাপাশি জাতীয় দলের দায়িত্বে থাকায় প্লে-অফে তাকে পাচ্ছে না আরসিবি।
আইপিএল শেষ করেই হ্যাজেলউড অস্ট্রেলিয়ার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে অংশ নেবেন। আগামী ১১ জুন লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টে তার একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে। গত আসরের ফাইনালে ইনজুরির কারণে খেলতে পারেননি এই ডানহাতি পেসার।