ইনজুরি কাটিয়ে বেঙ্গালুরুতে ফিরলেন হ্যাজেলউড

ইনজুরি কাটিয়ে বেঙ্গালুরুতে ফিরেছেন জস হ্যাজেলউড, ফাইল ফটো
আইপিএলের চলতি মৌসুমে ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ফেরত এসেছেন জস হ্যাজেলউড। কাঁধের চোট ও ব্যক্তিগত কারণে কিছুদিন দলের বাইরে থাকলেও শেষ পর্যন্ত তিনি প্লে-অফের আগে স্কোয়াডে ফিরেছেন। এর আগে নিজেই জানিয়েছিলেন সবকিছু ঠিক থাকলে বেঙ্গালুরুর সঙ্গে পুনরায় যুক্ত হবেন।

promotional_ad

লিগ পর্বে শুরুতে খেলা হ্যাজেলউড ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দলের শীর্ষ উইকেটশিকারী ছিলেন। তবে চোটের কারণে ২৭ এপ্রিলের পর আর মাঠে নামেননি তিনি। এর মাঝে আইপিএলের সূচিতে সাময়িক বিরতি এলে তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান।


আরো পড়ুন

হ্যাজেলউডের তোপে তিনদিনেই জিতে গেল অস্ট্রেলিয়া

২৮ জুন ২৫
৪৩ রান খরচায় পাঁচ উইকেট নেন হ্যাজেলউড, ফাইল ফটো

বেঙ্গালুরু শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে যাওয়ায় শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে হ্যাজেলউডের প্রত্যাবর্তন দলের বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে।


promotional_ad

লম্বা বিরতির পরও হ্যাজেলউড আইপিএলের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। ১৭.২৭ গড়ে ১৮ উইকেট ও ৮.৪৪ ইকোনমি রেটে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বেঙ্গালুরুর বোলিং বিভাগে।


আরো পড়ুন

কোহলিকে বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন

২৯ জুলাই ২৫
গ্যারি কারস্টেন (বামে) ও বিরাট কোহলি (ডানে), ফাইল ফটো

তার অনুপস্থিতির সময়ে দলে জায়গা পেয়েছিলেন লুঙ্গি এনগিদি। তবে সাউথ আফ্রিকান এই পেসার খুব একটা সফল হতে পারেননি। পাশাপাশি জাতীয় দলের দায়িত্বে থাকায় প্লে-অফে তাকে পাচ্ছে না আরসিবি।


আইপিএল শেষ করেই হ্যাজেলউড অস্ট্রেলিয়ার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে অংশ নেবেন। আগামী ১১ জুন লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টে তার একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে। গত আসরের ফাইনালে ইনজুরির কারণে খেলতে পারেননি এই ডানহাতি পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball