আইয়ারের বাদ পড়া নিয়ে শেবাগের প্রশ্ন

ছবি: ভারতের টেস্ট জার্সিতে শ্রেয়াস আইয়ার

ভারতীয় এই ব্যাটার ব্যাট হাতে আছেন তুমুল ফর্মে। এবারের আইপিএলেও ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছেন তিনি। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেয়ার পর ধারণা করা হচ্ছিল আইয়ার হতে পারেন ভারতীয় দলের নিয়মিত সদস্য। তবে নির্বাচকরা সেই পথে হাটেননি।
লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব
৫ মে ২৫
আইয়ারকে বাদ দেয়ার কারণে অসস্তোষ প্রকাশ করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে শেবাগ বলেছেন, ‘নিশ্চিতভাবেই। ওর অধিনায়কত্বের জন্য তেমন কৃতিত্ব দেওয়া হয় না। মনোজ (তিওয়ারি) বলেছেন যে ঋষভ পন্তকে অধিনায়ক করা হয়নি কারণ তার আইপিএল ভালো যায়নি। কিন্তু আইয়ার তো দারুণ মৌসুম কাটিয়েছে, ও নিজেও একজন অধিনায়ক। তাহলে ও কেন টেস্ট দলে থাকবে না? ও তো তিন ফরম্যাটেই খেলতে পারে।'

ফর্মের তুঙ্গে থাকা আইয়ারকে ইংল্যান্ড সফরের দলে রাখা উচিত ছিল বলে মনে করেন শেবাগ। বিশেষ করে ইংল্যান্ডের মতো আগ্রাসী দলের বিপক্ষে এমন ফর্মের একজন ক্রিকেটার থাকলে ভারতীয় দল উপকৃত হতো বলেই বিশ্বাস তার। এরকম তিন-চারজন ক্রিকেটার থাকলে প্রতিপক্ষ ভয় পেত বলেও ধারণা শেবাগের।
‘কাউকে সুযোগ দেয়া যাবে না যাতে আপনাকে দল থেকে বের করে দেয়’
৩ ঘন্টা আগে
সাবেক এই ভারতীয় ওপেনার বলেছেন, ‘যখন কেউ ফর্মে থাকে, তখন তাকে দলে নেওয়াই যুক্তিযুক্ত। ও যদি একই অ্যাপ্রোচে টেস্টেও খেলে, তাহলে দল উপকৃত হবে। এমন ২-৩ জন ব্যাটার থাকলে প্রতিপক্ষের মধ্যে ভয় তৈরি হয়। ইংল্যান্ড যেখানে প্রতি ওভারে ৬-৭ রান করে, সেখানে ভারত যদি ৪-৫ রান রেটে খেলতে পারে, তাহলে ওদের চাপ দেওয়া সম্ভব।’
ফর্ম ও বিতর্কিত কান্ডের কারণে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি আইয়ার। এরপর নিজেকে আমুল বদলে ফেলেছেন তিনি। পারফর্ম করে ভারতের সীমিত ওভারের দলে নিয়মিত হয়ে উঠেছেন তিনি। এর মধ্যেই রঞ্জি ট্রফি জিতেছেন মুম্বাইয়ের হয়ে। আইপিএল জিতেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এমনকি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও তার ছিল বড় ভূমিকা।