ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে চান রাহুল, খেলতে চান বিশ্বকাপেও

ছবি: দিল্লি ক্যাপিটালসের জার্সিতে লোকেশ রাহুল, আইপিএল

পাঞ্জাব কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২১ বলে ৩৫ রান করেছেন রাহুল। টুর্নামেন্ট শেষে ১৩ ইনিংসে ৫৩৯ রান রয়েছে তার নামের পাশে। তাও আবার ৫৩.৯০ গড় ও ১৪৯.৭২ স্ট্রাইক রেটে। এর মধ্যে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিও পেয়েছেন রাহুল। দিল্লির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ওপেনার।
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
শুধু এবারের আইপিএলেই নয়। গত কয়েক আসর ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন রাহুল। গত ১২টি মৌসুমের মধ্যে ৭ বার ৫০০ এর বেশি রান করেছেন। ৬০০ এর বেশি রান করেছেন চারটি আসরে। আইপিএলে ১৪৫ ম্যাচে তার সংগ্রহ ৫ হাজার ২২২ রান। আইপিএল ক্যারিয়ার জুড়ে ৫টি সেঞ্চুরির পাশাপাশি ৪০টি হাফ সেঞ্চুরিও রয়েছে তার।
রাহুল একমাত্র খেলোয়াড় যার তিনটি ভিন্ন দলের হয়ে সেঞ্চুরি রয়েছে আইপিএলে। তিনি পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও দিল্লির হয়ে সেঞ্চুরি করেছেন। ভারতের টি-টোয়েন্টি দলে না থাকার ব্যাখ্যায় অনেক সময়ই উঠে এসেছে তার লো স্ট্রাইক রেটের কথা।

‘কাউকে সুযোগ দেয়া যাবে না যাতে আপনাকে দল থেকে বের করে দেয়’
৩২ মিনিট আগে
রাহুল ভারতের হয়ে ২০ ওভারের ক্রিকেটে খেলেছেন সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। সেখানে রাহুল ৬ ইনিংসে ১২৮ রান করেছিলেন দুই হাফ সেঞ্চুরিতে। তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১২০.৭৫। এ কারণে তাকে ট্রলের শিকারও হতে হয়েছিল। রাহুল জানিয়েছেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের বদলটা ধরতে পেরেছেন। সেই অনুযায়ী নিজের খেলাতেও পরিবর্তন এনেছেন।
জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে রাহুল বলেছেন, 'হ্যাঁ, আমি টি-টোয়েন্টি দলে ফিরতে চাই এবং বিশ্বকাপের কথা আমার মাথায় আছে। তবে এখন শুধু এটাই চেষ্টা করছি নিজের খেলাটাকে উপভোগ করা। আমি আমার সাদা বলের ক্রিকেট নিয়ে ভেবেছি। আমি আগে আমার পারফরম্যান্স নিয়ে খুশি ছিলাম, কিন্তু ১২-১৫ মাস আগে আমি বুঝতে পেরেছি যে খেলাটা দ্রুত বদলে যাচ্ছে। এখন যে দল বেশি বাউন্ডারি মারে, তারাই বেশি ম্যাচ জিতছে।'
২০২৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তবে সেই দলে ছিলেন না রাহুল। সেই সময় নিজের ভুলত্রুটি শোধরাতে ব্যস্ত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। বিশেষ করে অভিষেক নায়ারের সঙ্গে গত ১ বছর গভীরভাবে কাজ করেছেন তিনি। এবারের আইপিএলে সেটাই কাজে লেগেছে বলে মনে করেন রাহুল।
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের খেলায় পরিবর্তন আনার কথা জানিয়ে রাহুল বলেছেন, 'আমি কোচদের সহায়তা নিয়ে নিজের খেলায় কিছু পরিবর্তন এনেছি। অভিষেক নায়ার গত ১২ মাসে আমাকে অনেক সাহায্য করেছেন।'