এক চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে দুই টি-টুয়েন্টি বিশ্বকাপ

ছবি:

২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হবে তো? এমন প্রশ্ন বেশ কিছুদিন ধরেই বিশ্ব ক্রিকেটের কর্তাদের শুনতে হচ্ছিল। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে সিদ্ধান্ত জানালো আইসিসি।
ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ সালের ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চাইছে আইসিসি। ভারতের মাটিতেই ২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে।
কিন্তু পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২০২০ সালে প্রথমবারের মত অস্ট্রেলিয়ায় বিশ্ব টি-টুয়েন্টির আসর আয়োজন হওয়ার কথা।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের বক্তব্য অনুযায়ী ২০২০ সালের ঠিক পরের বছর ভারতের মাটিতে আরেকটি টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
অনেকে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফির আসরকেই বাদ দেয়ার প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে। ডেভ রিচার্ডসন বলেছেন, '২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে বিশ্বকাপ টি-টুয়েন্টি আয়োজন করা হতে পারে।'
এছাড়া কলকাতায় আইসিসির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডেভ রিচার্ডসন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেছেন।