বড় ধাক্কা খেল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের জার্সিতে ক্রেইগ আরভিন
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। হারারে স্পোর্টস ক্লাবে অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছেন তিনি। এর ফলে খেলতে পারছেন না এই তারকা ব্যাটার। তার পরিবর্তে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস।

promotional_ad

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হয়েছে শুক্রবার। এই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার আঘাত পাওয়ার পর আরভিনের এমআরআই স্ক্যান করা হয়। সেখানে দেখা যায় তার বাম পায়ের পেশিতে গ্রেড-২ টিয়ার ধরা পড়েছে এবং এই ডান পায়ের পেশিতে আগেও চোট পেয়েছিলেন আরভিন।


আরো পড়ুন

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলেও নেই হাসারাঙ্গা, অনিশ্চিত এশিয়া কাপেও

২৮ আগস্ট ২৫
বাংলাদেশ সিরিজের পাওয়া ইনজুরিতে এশিয়া কাপে অনিশ্চিত ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফাইল ফটো

৪০ বছর বয়সি আরভিন জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এবং ব্যাটিং লাইন-আপের গুরুত্বপূর্ণ সদস্য। সাম্প্রতিক বছরগুলোতে তাকে প্রায়ই ইনজুরির কারণে বাইরে থাকতে হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি ছিলেন না সন্তানসম্ভবা স্ত্রী পাশে থাকতে।


promotional_ad



আরো পড়ুন

শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে হাসারাঙ্গা

২৮ আগস্ট ২৫
ওয়ানিন্দু হাসারাঙ্গা

সেই ম্যাচে পিঠের চোটের কারণে উইলিয়ামসও খেলতে পারেননি। তবে দুজনেই গত এপ্রিলে-মেতে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে দলে ফিরেছিলেন। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই সিরিজই ছিল আরভিনের সর্বশেষ ওয়ানডে সিরিজ। আরভিনের অনুপস্থিতি জিম্বাবুয়ের জন্য ধাক্কা হলেও দলে ফিরেছেন তারকা ব্যাটার ব্রেন্ডন টেলর।


আইসিসির দেয়া তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। ওয়ানডে বরাবরই তার সবচেয়ে সফল ফরম্যাট, যেখানে তিনি ২০৩ ইনিংসে ১১টি সেঞ্চুরি করেছেন। আরভিন ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৮টি ওয়ানডে খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ৯২৬ রান, গড় ৩৩.৭৮। চারটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball