বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার

ছবি: বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সময় কিপলিং ডরিগা

ডরিগা চলমান ক্রিকেট ওয়ার্ল্ডকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নেয়া পাপুয়া নিউগিনি দলের সদস্য ছিলেন। যুক্তরাজ্যের ক্রাউন ডিপেনডেন্সি দ্বীপ জার্সিতেই হচ্ছে এই টুর্নামেন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা
২২ জুন ২৫
২৯ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটার পিএনজির হয়ে এখন পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন। তিনি ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির হয়ে খেলেছেন।

বুধবার সকালে ডরিগাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে ধারণা করা হচ্ছে। রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কির্ক মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়ে দিয়েছেন।
সেখানে আগামী ২৮ নভেম্বর তার শুনানি হবে। এর আগে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় সেই সময় পর্যন্ত ডরিগাকে পুলিশ হেফাজতেই থাকতে হবে।