আইসিসি র‍্যাঙ্কিংয়ে রিশাদের চমক, লিটন-ইমনের উন্নতি

বোলিংয়ে রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন রিশাদ হোসেন। বিশেষ করে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনবদ্য ছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আর তাতেই ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠেছেন তিনি।

promotional_ad

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েছিলেন তিনি। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন রিশাদ। তার নামের পাশে ৬২৩ রেটিং পয়েন্ট রয়েছে। এটাই তার ক্যারিয়ার সেরা রেটিং ও অবস্থান। এ ছাড়া ব্যাটারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন লিটন দাস ও পারভেজ হোসেন ইমন।


আরো পড়ুন

অনুশীলনে নেই রিশাদ, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা

১ জুলাই ২৫
অনুশীলনে রিশাদ হোশেন, ক্রিকফ্রেঞ্জি

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। আর তাতেই তিনি ৭ ধাপ এগিয়েছেন। ৫৪১ রেটিং নিয়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন লিটন। এ ছাড়া সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলা ইমন ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন।


১ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে আলো ছড়াতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। দুই ম্যাচে মোটে ২১ রান করে ২ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন তিনি।


promotional_ad



আরো পড়ুন

সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

৭ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

বোলারদের তালিকায় উন্নতি করেছেন শরিফুল ইসলাম। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলেননি শরিফুল। তিনি দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরে ১২ রানে নেন ২ উইকেট। তাতেই ২০ ধাপ উন্নতি করেছেন তিনি। ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে ৫৭ নম্বরে আছেন বাঁহাতি এই পেসার।


অবস্থান ধরে রেখেছেন মুস্তাফিজুর রহমান। তিনি আগের মতোই আছেন ২৬ নম্বরে। ৪ ধাপ পিছিয়েছেন দুই ম্যাচেই সুযোগ না পাওয়া শেখ মেহেদী হাসান। তিনি ২৫ নম্বরে নেমে গেছেন। আর ৪ ধাপ পিছিয়ে তাসকিন আহমেদ আছেন ২৯ নম্বরে। উন্নতি করেছেন শ্রীলঙ্কার বোলারাও।


৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে নুয়ান থুসারা। ২ ধাপ পিছিয়ে ৬ নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই লঙ্কান এই লেগ স্পিনার। শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে ৭৩ রানের ইনিংস খেলা কুশল মেন্ডিস ৩ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।


এদিকে আগের মতোই বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড। সেরা তিনের বাকি দুই ব্যাটার অভিষেক শর্মা ও তিলক ভার্মা। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি হার্দিক পান্ডিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball