অনুশীলনে নেই রিশাদ, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা

ছবি: অনুশীলনে রিশাদ হোশেন, ক্রিকফ্রেঞ্জি

তিনি সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছেন, তিনি হোটেলেই অবস্থান করছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং
২১ জুন ২৫
বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের আগে তার অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে। ফিট থাকলে তাকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা রিশাদের একাদশে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ।
আমরা জানি মুস্তাফিজ কতটা বিপজ্জনক হতে পারে: আসালাঙ্কা
৯ ঘন্টা আগে
এদিকে দলীয় সূত্র জানিয়েছে, রিশাদের অসুস্থতা খুব গুরুতর নয়। তারা আশাবাদী এবং এখনো তার ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন মেহেদী হাসান মিরাজ।
ম্যাচের আগেরদিন অবশ্য একাদশ নিয়ে কোনো খোলাসা করেননি বাংলাদেশ অধিনায়ক। রিশাদ না থাকলে নিশ্চিতভাবেই বাড়তি একজন বোলার নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের।