দ্য হান্ড্রেডে ম্যানচেস্টারের হয়ে খেলবেন অ্যান্ডারসন

ছবি: ফাইল ছবি

২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আগে ইংলিশদের হয়ে ১৮৮ টেস্টে ২৬.৪৫ গড়ে নেন ৭০৪ উইকেট। সবমিলিয়ে তিন সংস্করণে নিয়েছেন ৯৯১ উইকেট। অবসর নেয়ার পর ইংল্যান্ড জাতীয় দলের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। যদিও কদিন পরই সেই চাকরি ছেড়েছেন অ্যান্ডারসন।
টেন্ডুলকারের নাম অ্যান্ডারসনের পরে কেন, ক্ষোভ গাভাস্কারের
২৩ জুন ২৫
ইংল্যান্ডের বোলিং পরামর্শকের চাকরি ছেড়ে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ ও ভাইটালিটি ব্লাস্টে খেলতে এক বছরের চুক্তি করেন তিনি। প্রায় ১১ বছর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। এমন পারফরম্যান্সে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে সুযোগ মিলেছে তাঁর। ওয়াইল্ডকার্ড চুক্তিতে অ্যান্ডারসনকে দলে টেনেছে ম্যানচেস্টার।

৩১ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকা) এক বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। অ্যান্ডারসনকে দলে নেয়া ম্যানচেস্টারের ৭০ শতাংশ মালিকানা আইপিএলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। আইপিএলে সুযোগ না পেলেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসারের। অ্যান্ডারসন ছাড়াও ম্যানচেস্টার দলে টেনেছে মার্চেন্ট ডি ল্যাঙ্গেকে।
১৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোন, ইংল্যান্ডের বড় ধাক্কা
৫ এপ্রিল ২৫
ওয়াইল্ড কার্ড চুক্তিতে অ্যান্ডারসনের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত নাম রকি ফ্লিনটফ। স্বীকৃত টি–টোয়েন্টি না খেলার পরও ৫০ লাখ টাকায় তাকে দলে টেনেছে নর্দার্ন সুপারচার্জার্স। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকানায় থাকাদলটির প্রধান কোচের দায়িত্বে আছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ১৭ বছর বয়সি রকির দল পাওয়ার পেছনে ফ্লিনটফের প্রভাব আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে।
রকির পাশাপাশি জেমস ফুলারকেও দলে নিয়েছে নর্দার্ন। এ ছাড়া সাউদার্ন ব্রেভে টবি আলবার্ট, হিল্টন কার্টরাইট, ট্রেন্টে রকেটসে কলাম পার্কিনসন, বেন স্যান্ডারসন, লন্ডন স্পিরিটে শেন ডিকশন, রায়ান হিগিন্স, ওয়েলশ ফায়ারে অজিত সিং, বেন কেলাওয়ে, বার্মিহাম ফিনিক্সে লিয়াম প্যাটারসন, লুইস কিম্বার এবং ওভাল ইনভিন্সিবল জর্জ স্ক্রিমশ ও জাফর গোহররা ওয়াইল্ড কার্ড চুক্তিতে দলে পেয়েছেন।