সাউথ আফ্রিকাকে শিরোপা জিতিয়ে আইসিসির জুনের সেরা মার্করাম

আইসিসি
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন এইডেন মার্করাম। লর্ডসে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে দুই উইকেট নিয়ে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকান এই ব্যাটার।

promotional_ad

প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ও বাউ ওয়েবস্টারের জুটি ভেঙেছিলেন মার্করাম। নিজের ষষ্ঠ বলেই হাফ সেঞ্চুরিয়ান স্মিথকে ফেরান ডানহাতি এই অফ স্পিনার। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। মিচেল স্টার্কের দারুণ এক ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই ফেরেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে ১০ম উইকেটে স্টার্ক ও জশ হ্যাজেলউড মিলে ৫৯ রান যোগ করেন।


আরো পড়ুন

বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা

৭ জুলাই ২৫
আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় কাগিসো রাবাদা, এইডেন মার্করাম ও পাথুম নিশাঙ্কা, ফাইল ফটো

৫৩ বলে ১৭ রান হ্যাজেলউডকে ফেরান ডানহাতি এই অফ স্পিনার। দুই ইনিংসে দুই উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠেন তিনি। অস্ট্রেলিয়ার দেয়া ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ১৪ চারে ২০৭ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন মার্করাম। আফ্রিকান ব্যাটারের এমন পারফরম্যান্সে ২৭ বছর পর আইসিসির কোন টুর্নামেন্টে শিরোপা জিতে প্রোটিয়ারা।


promotional_ad

সাউথ আফ্রিকাকে শিরোপা জেতাতে অবদান রেখে এবার আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। পেছনে ফেলেন পেসার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে। মাসসেরা হওয়ার পর মার্করাম বলেন, ‘এমন একটা পুরস্কার পাওয়া আমার জন্য সম্মানের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে আমার দলের জন্য অবদান রাখতে পারা আমার জন্য বিশেষ কিছু।’


আরো পড়ুন

তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের

৬ ঘন্টা আগে
মাফাকাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

‘লর্ডসে ফাইনাল জেতা সাউথ আফ্রিকার ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এটা এমন কিছু যা আমরা সারাজীবন মনে রাখব। দলের সবার সম্মিলিত এফোর্টেই ম্যাচটা জেতা সম্ভব হয়েছে। যেখানে কাগিসো রাবাদা ও টেম্বা বাভুমার পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ।’


মেয়েদের ক্রিকেট আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার হয়েছেন হেইলি ম্যাথিউস। সাউথ আফ্রিকা সিরিজে ১২০.৪৯ স্ট্রাইক ও ৭৩.৫০ গড়ে ১৪৭ রান করেছেন তিনি। এ ছাড়া ডানহাতি অফ স্পিনে ২ উইকেট নিয়েছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। এমন পারফরম্যান্সে আফি ফ্লেচার ও তাজমিন ব্রিটসকে হারিয়ে মাসসেরা হয়েছেন ম্যাথিউস। ২০২১ সালের নভেম্বর, ২০২৩ সালের অক্টোবর ও ২০২৪ সালের এপ্রিলের পর আবারও মাসসেরা হয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball