তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের

ছবি: মাফাকাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

দলে আছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। তাদের উঠে আসার পেছনে সবচেয়ে বড় অবদান সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির। সোমবার জিম্বাবুয়ের হারারেতে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সেই দলে আছেন আন্দিলে সিমেলানে, এনকাবা পিটার ও ডেওয়াল্ড ব্রেভিসের মতো ক্রিকেটারও। এই তরুণদের নিয়ে দারুণ আশাবাদী ডাসেন।
সাউথ আফ্রিকাকে শিরোপা জিতিয়ে আইসিসির জুনের সেরা মার্করাম
১ ঘন্টা আগে
প্রত্যাশা নিয়ে তিনি বলেছেন, 'এটা সত্যিই দারুণ রোমাঞ্চকর। আমাদের দলে চারজন নতুন মুখ রয়েছে, যারা গত ১২ থেকে ১৮ মাসের মধ্যে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে সুযোগটা নিজেরাই ছিনিয়ে নিয়েছে। তারা কী করতে পারে, সেটা দেখার জন্য আমরা রোমাঞ্চিত। লুয়ান দ্রে নিজেই দারুণ ফর্মে আছে। ব্রেভিস তো এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। এসএ টোয়েন্টি এবং আইপিএলে সে দুর্দান্ত সময় কাটিয়েছে। তাদের অন্তর্ভূক্তি আমাদের স্কোয়াডের গভীরতার দিকেই নির্দেশ করে।'

বুলাওয়েতে টেস্ট অভিষেক হয়েছে পেসার মাফাকার। তবে তিনি খুব একটা ভালো করতে পারেননি। টি-টোয়েন্টিতে তিনি জ্বলে উঠবেন বলেই আশাবাদী ডাসেন। সেই সঙ্গে নাকাবা পিটার ও সিমেলানের পারফরম্যান্সের দিকেও তাকিয়ে থাকবেন প্রোটিয়া অধিনায়ক ডাসেন।
তিনি বলেন, 'এনকাবা পিটার, আন্দিলে সিমেলানে, এমনকি কিউনা মাফাকাও দলে এসেছে। যদিও বুলাওয়েতে তার (মাফাকা) টেস্ট অভিষেকটা যেমন হওয়ার কথা ছিল, হয়নি। কিন্তু এবার সে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে থাকবে। এটা দলের জন্য ইতিবাচক যে সবাই জায়গার জন্য লড়াই করছে।'
সবচেয়ে বেশি চোখ থাকবে ১৯ বছর বয়সী প্রিটোরিয়াসের দিকে। এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে অভিষেকে খেলেছিলেন ৯৭ রানের ঝলমলে ইনিংস। আর মাত্র দুই সপ্তাহ আগে টেস্ট অভিষেকে করেছিলেন ১৫৩ রানের অসাধারণ ইনিংস। সব ফরম্যাটেই নিজের দক্ষতার প্রমাণ রেখে চলেছেন এই বাঁহাতি ব্যাটার।
তার শৈল্পিক ব্যাটিংয়ের প্রশংসা করে ডাসেন বলেন, 'তার দারুণ একটা ক্রিকেটিং ব্রেইন আছে, আর এমন গুণের সমন্বয় সচরাচর দেখা যায় না। এই কারণেই সে টেস্ট ক্রিকেটে ঢুকেই মানিয়ে নিতে পেরেছে। অবশ্য তার ছাপটা বেশি দেখা গেছে টি-টোয়েন্টি ক্রিকেটে, এসএ টোয়েন্টিতে, এমনকি আইপিএলেও খেলেছে। তবে তার ফার্স্ট ক্লাস পরিসংখ্যানও দারুণ, যা প্রমাণ করে—তার খেলার মান যেমন তেমনি মানসিকতাও দৃঢ়। যার কারণে সে যেকোনো ফরম্যাটে মানিয়ে নিতে পারে। এটাই আমরা খুঁজছিলাম।'