জিততে পারব না মনে করলে বাংলাদেশে আসতাম না: রায়ান কুক

ক্রিকফ্রেঞ্জি
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রিন গিল গ্যালারির পাশে দাঁড়িয়ে ক’জন কাইল ক্লেইন, আরিয়ান দত্তদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। বাংলাদেশের সাংবাদিকদের আবদার পূরণ করে প্রায় সবাইকে খুশি করার চেষ্টা করেছেন কোরে রুটগার্স। যদিও সাক্ষাৎকারের সময়টা খুব সামান্যই। নেদারল্যান্ডসের মিডিয়া ম্যানেজারের তাড়াটা থাকাই স্বাভাবিক। সাড়ে পাঁচটা নাগাদ সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠান রুটগার্স। প্রায় কাছাকাছি সময়ে প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন রায়ান কুক।

promotional_ad

সাক্ষাৎকার শেষ করেই দৌড় দিলেন রুটগার্স। দৌড়ে এসে অবশ্য নেদারল্যান্ডসের প্রধান কোচকে খুঁজে পেলেন না। প্রেস কনফারেন্স রুমে এসে অপেক্ষায় থাকা সাংবাদিকদের বলে গেলেন, ‘কয়েক মিনিট অপেক্ষা করো, চলে আসবে।’ আরও ক’বার এসে একই কথা বলে গেলেন তিনি। একটু পর জানা গেল রায়ান কুককে নাকি খুঁজে পাচ্ছেন না ডাচ মিডিয়া ম্যানেজার। একবার মাঠে ভেতরে আসছেন আবার মিডিয়া সেন্টারের দিকে গেলেন।


আরো পড়ুন

বিশ্বকাপে চোখ রেখে বাংলাদেশের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস

২২ আগস্ট ২৫
নেদারল্যান্ডস ক্রিকেট দল

অনেকটা দিগ্বিদিক হয়ে ছুঁটলেন রুটগার্স। বাংলাদেশে এসে বছর কাজ করে যাওয়া কুক নাকি প্রেস কনফারেন্স রুম খুঁজেই পাচ্ছিলেন না। যদিও পরে জানা গেছে, ম্যাচ রেফারির ডাকে সাড়া দিতে গিয়েই দেরি করেছেন তিনি। ডাচ প্রধান কোচকে তাই খুুঁজে পাওয়া যায়নি। প্রেস কনফারেন্স রুম খুঁজে পেতে একটু এদিক-সেদিক হলেও সিরিজে নিজের দলকে কুক রাখতে চান সঠিক পথেই।


promotional_ad

প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদার‌ল্যান্ডস। সবশেষ ২০১১ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে ম্যাচ খেলেছে তারা। বাংলাদেশে হওয়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেললেও টাইগারদের বিপক্ষে তাদের কোনো খেলা ছিল না। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে পাঁচবার। যেখানে ৪ হারের বিপরীতে নেদারল্যান্ডসের জয় একটিতে। ৩০ আগষ্ট থেকে ‍শুরু হতে যাওয়া সিরিজে অবশ্য বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী তারা।


আরো পড়ুন

এশিয়া কাপের আগে কাল শুরু বাংলাদেশের ‘প্রি টেস্ট’

২০ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

পাশাপাশি সম্প্রতি পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশের দূর্বলতাকেও কাজে লাগাতে চান কুক। তিনি বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে, জিততে পারে। সম্প্রতি তারা (বাংলাদেশ) ভালো ক্রিকেট খেলছে। কিন্তু ওই সিরিজগুলো এটাও দেখিয়েছে তাদেরও দূর্বলতা আছে। আমরা এখানে ভালো একটা আত্মবিশ্বাস নিয়েই এসেছি যে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব। আমরা জানি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে আমাদেরকে চ্যালেঞ্জ জানাবে।’


সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে পেরে উঠতে পারেনি নেদার‌ল্যান্ডস। যদিও ডাচদের আত্মবিশ্বাস দিতে পারে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাওয়া যায়। এসব ছাপিয়ে কুক মনে করিয়ে দিলেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন। সেই সঙ্গে একটু হুংকারও দিয়ে রেখেছেন নেদারল্যান্ডসের প্রধান কোচ। কুক জানান, একই গ্রুপে পড়লে বাংলাদেশকে হারাতে চান তারা।


কুক বলেন, ‘অবশ্যই, তাদের খুব ভালো খেলোয়াড় আছে এবং ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা কঠিন। তাই আমাদের ছেলেদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা যদি মনে করতাম আমরা জিততে পারব না, তাহলে আমরা এখানে আসতাম না। বিশ্বকাপেও আমরা তাদের সঙ্গে থাকব। আমরা যদি একই গ্রুপে পড়ি তাহলে আমরা তাদেরকে হারাতে চাইব। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যা আছে সেটা নিয়েই এগিয়ে যেতে হবে। এবং আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারাতে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball