ইংল্যান্ডের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন হাসিবউল্লাহ

ছবি: ফাইল ছবি

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত একটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছেন হাসিবউল্লাহ। ওয়ানডেতে এখনো রানের খাতা খুলতে না বাঁহাতি ব্যাটার টি-টোয়েন্টিতে ১২ গড়ে করেছেন মাত্র ৩৬ রান। সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের স্কোয়াডে ছিলেন তিনি। তবে একটির বেশি ম্যাচে সুযোগ মেলেনি তাঁর।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
১৩ জুলাই ২৫
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বিপক্ষে ব্যাটিংয়ে নেমে করেছিলেন ৭ রান। তবে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট মিলে ৩৫ টি-টোয়েন্টিতে ১১৮.৩৭ স্ট্রাইক রেটে ৫৯৯ রান করেছেন হাসিবউল্লাহ। ৩ হাফ সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংস খেলেছেন। ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারায় স্বাভাবিকভাবেই বাংলাদেশ সফরে পাকিস্তানের স্কোয়াডে ডাক মেলেনি তাঁর।

এমনকি ১৪ আগষ্ট থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাওয়া টপ অ্যান্ড টি-টোয়েন্টির পাকিস্তান শাহীনসের স্কোয়াডেও সুযোগ পায়নি তিনি। শাহীনসে সুযোগ না পেলেও ইনস্টাগ্রামে হতাশা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠে পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ২২ বছর বয়সি এই ব্যাটার। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।
হাসিবউল্লাহ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই ঘরোয়া কাউন্টি ক্রিকেটের এবং বিজ্ঞাপনের চুক্তির জন্যই ইংল্যান্ডে এসেছি। আবেগ ও নিষ্ঠার সঙ্গে আমার দেশ পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’
পাশাপাশি মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন হাসিবউল্লাহ। পাকিস্তানের উইকেটকিপার বলেন, ‘দয়া করে, আমি সবাইকে অনুরোধ করব মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। পাকিস্তান জিন্দাবাদ।’
টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে পাকিস্তান শাহীনসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাপার খাওয়াজা নাফে ও মোহাম্মদ ঘাজী ঘুরি। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান খান। ১৪ আগষ্ট উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের মাঠে নামবে পাকিস্তানের প্রতিনিধিরা।