ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরিতে গিলই প্রথম

আন্তর্জাতিক
ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে গিলই প্রথম
ডাবল সেঞ্চুরির পর শুভমান গিলের উদযাপন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
৯৪ রানে যখন ব্যাটিং করছিলেন তখন জো রুটকে দুই চার মেরে সেঞ্চুরি করলেন শুভমান গিল। ১৮৭ রানে ব্যাটিংয়ের সময় তিন বলের ব্যবধানে জশ টাংকে দুই চার মেরে ডানহাতি ব্যাটার পৌঁছালেন ১৯৫ রানে। বাকি ৫ রান করতে খুব বেশি সময় নিলেন না ভারতের অধিনায়ক। একটু পর টাংয়ের লেগ সাইডের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে ফাইন লেগে ঠেলে এক রান নিয়ে করেছেন ডাবল সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি ছুঁয়ে হেলমেট খুলে হুঙ্কার ছাড়লেন গিল। পরবর্তীতে ব্যাট ও হেলমট উঁচিয়ে নিজের চিরচেনা উদযাপন করলেন ভারতের অধিনায়ক।

চলতি সিরিজে খেলতে নামার আগে ছয় ইনিংসে ইংল্যান্ডে গিলের গড় ছিল ১৪.৬৬। অথচ সেই গিলই হেডিংলিতে পেয়েছেন সেঞ্চুরি। এজবাস্টনে তো নিজেকেও ছাড়িয়ে গেছেন ভারতের অধিনায়ক। টাংয়ের বলে সিঙ্গেল নিয়ে ৩১১ বলে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।

ডানহাতি ব্যাটারের আগে এমন কীর্তি আছে মানসুর আলী খান পাতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির। কোহলি বাইরে বাকি সবারই ডাবল সেঞ্চুরি আছে একটি করে। সম্প্রতি টেস্ট থেকে অবসর নেয়া কোহলি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সাতটি ডাবল সেঞ্চুরি করেছেন। অধিনায়ক হিসেবে তাঁর চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি নেই আর কারও।

ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরি করেছেন। ২৫ বছর ২৯৮ দিন বয়সে এমন কীর্তি গড়েছেন। সবার উপরে থাকা মানসুর আলী খান পাতৌদি ১৯৬৪ সালে করেছিলেন ২৩ বছর ৩৯ দিন বয়সে। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করলেন গিল। ২০১৬ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলি খেলেছিলেন ২০০ রানের ইনিংস।

এ ছাড়া ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এখন গিলের। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আজহারউদ্দেনের। ১৯৯০ সালে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন, ওল্ড ট্রাফোর্ডে। নিজেদের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম অধিনায়ক হিসেবেও ডাবল সেঞ্চুরি গিলেরই। এশিয়ার প্রথম কোন অধিনায়ক এসইএনএ দেশগুলোর একটিতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

আগের সেরা ইনিংসটা ছিল তিলকারত্নে দিলশানের। ২০১১ সালে লর্ডসে ১৯৩ রানের ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক। গিল ছাড়াও ভারতীয় ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি আছে গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের। একই দিনে তাদের দুজনকে ছাড়িয়ে গেছেন ২৫ বছর বয়সি এই ব্যাটার। ১৯৭৯ সালে ওভালে গাভাস্কার ২২১ এবং ২০০২ সালে হেডিংলিতে দ্রাবিড় করেছিলেন ২১৭ রান।

গিলের সামনে সুযোগ আছে কোহলিকেও ছাড়িয়ে যাওয়ার। ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটা কোহলির। ২০১৯ সালে পুনেতে সাউথ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এজবাস্টনে গিল ব্যাটিং করছেন ২৩১ রানে (প্রতিবেদন লেখার সময়)। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আর মাত্র ২৪ রান করতে পারলেই কোহলিকে ছাড়িয়ে সবার উপরে জায়গা করে নেবেন গিল।

আরো পড়ুন: শুভমান গিল