এজবাস্টনে ফেরা হলো না আর্চারের

আন্তর্জাতিক
এজবাস্টনে ফেরা হলো না আর্চারের
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বছর চারেক পর গত সপ্তাহেই প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেন জফরা আর্চার। সাসেক্সের হয়ে এক ম্যাচ খেলার পর জাতীয় দলেও ফেরানো হয়েছে ডানহাতি পেসারকে। ৫২ মাস পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেও একাদশে জায়গায় হয়নি আর্চারের। তারকা পেসারকে ছাড়াই এজবাস্টনে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড।

২ জুলাই এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে ইংল্যান্ড। নিজেদের প্রথা অনুযায়ী, টেস্টের দুই দিন আগেই একাদশ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথম টেস্টের একাদশ থেকে কোন পরিবর্তন আনেনি স্বাগতিকরা।

পিঠের পাশাপাশি কনুই এবং আঙুলের চোটে মাঠের বাইরেই বেশি সময় পার করেছেন আর্চার। ২০১৯ সালের আগষ্টে টেস্টে অভিষেক হওয়ায় ডানহাতি পেসার এখন পর্যন্ত খেলেছেন ১৩ টেস্ট। চোটের কারণে সাদা পোশাকের ক্রিকেটে বাইরে থাকা আর্চার ৪ বছরের বেশি সময় পর ফিরেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।

২০২১ সালের মে মাসে সাসেক্সের হয়ে নিজের সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন আর্চার। কেন্টের বিপক্ষে সেই ম্যাচের পর সাদা পোশাকের ক্রিকেটে খেলা হয়নি তাঁর। নানারকম চোট কাটিয়ে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ফিরলেও টেস্টে ছিলেন না তিনি। মূলত এক দ্রুতই আর্চারের উপর চাপ বাড়িয়ে ঝুঁকি নিতে চায়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

জাতীয় দলের জার্সিতে ফেরার আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে সাসেক্সের হয়ে খেলতে নামেন ডানহাতি এই পেসার। ডারহামের বিপক্ষে ব্যাটিংয়ে ৩১ রান করার পাশাপাশি নিয়েছেন একটি উইকেট। ঘরোয়া ক্রিকেটে ফেরার সঙ্গে জাতীয় দলের দরজাও খুলে গেছে আর্চারের জন্য। ধারণা করা হচ্ছিল, এজবাস্টনের একাদশেও দেখা যেতে পারে ইংলিশ এই পেসারকে।

যদিও ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে রাখা হয়নি আর্চারকে। তাকে নেয়ার সময়ই নাসের হুসেইন ও মাইকেল ভন আরও একটি করে চারদিনের ম্যাচ খেলানোর পরামর্শ দিয়েছিলেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, নাসের কদিন আগে এও বলেছিলেন আর্চারকে নিয়ে বাজি ধরেছে তারা। এমনকি তাকে দলের সঙ্গে রাখার জন্যও স্কোয়াডে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। শেষ পর্যন্ত নাসেরের কথাই সত্যি হয়েছে।

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ— জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক) জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং এবং শোয়েব বশির।

আরো পড়ুন: জফরা আর্চার