ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

ছবি: ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

এমন সংবাদ নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এজবাস্টনে ২৯ মে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ, বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৪ জুন। আইপিএলের চলতি মৌসুমের শেষ দিকে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেননি আর্চার।
পাঞ্জাবের ‘হ্যাটট্রিক’ আটকে দিয়ে জিতল রাজস্থান
৫ এপ্রিল ২৫
তার সর্বশেষ ম্যাচ ছিল গত ৪ মে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সেখানেই চোট পান বলে ধারণা করা হচ্ছে। আর্চারের বর্তমান ইনজুরি পরিস্থিতি আগামী দুই সপ্তাহ পর্যবেক্ষণ করবে ইসিবির মেডিকেল ইউনিট।

ইসিবি এক বিবৃতিতে জানায়, 'ইংল্যান্ড পুরুষ দল এবং সাসেক্সের পেসার জফরা আর্চার ডান হাতের বুড়ো আঙুলের ইনজুরির কারণে মেট্রো ব্যাংক ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে মেডিকেল টিম তাকে আবার পর্যবেক্ষণ করবে যাতে তার ফিটনেস এবং ফেরার সময় নির্ধারণ করা যায়।'
‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম
২১ মে ২৫
আর্চারের অনুপস্থিতিতে ইংল্যান্ড স্কোয়াডে ডাকা হয়েছে ল্যাঙ্কাশায়ারের লুক উডকে। তিনি তিন ম্যাচের জন্য ওয়ানডে দলে যুক্ত হয়েছেন। এজবাস্টনে প্রথম ম্যাচেই তাকে দেখা যেতে পারে।
৩০ বছর বয়সি আর্চার শেষবার টেস্ট খেলেছেন ২০২১ সালে ভারতের বিপক্ষে। এখন পর্যন্ত ১৩টি টেস্টে ৪২টি উইকেট রয়েছে তার ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও ছিলেন ধারাবাহিক। তবে চোটের কারণে বারবার ছিটকে যেতে হচ্ছে তাকে।