বেঙ্গালুরুতে বেথেলের বদলি সেইফার্ট

ছবি: করাচির জার্সি গায়ে টিম সেইফার্ট

সেইফার্ট বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলছেন এবং এরই মধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে তার দল। ফলে করার পিএসএলের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে সেইফার্ট কবে বেঙ্গালুরুর সঙ্গে যোগ দিচ্ছেন। এরই মধ্যে সেইফার্টকে দলে নেয়ার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম নিশ্চিত করেছে বেঙ্গালুরু।
বেথেলের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যান্টন
১২ ফেব্রুয়ারি ২৫
আইপিএলে আয়োজকদের অনুমতি সাপেক্ষে আগামী ২৪ মে থেকে যেকোনো সময় দলের সঙ্গে যোগ দিতে পারবেন সেইফার্ট। করাচি কিংস বৃহস্পতিবার রাতে লাহোর কালান্দার্সের বিপক্ষে পিএসএল এলিমিনেটর ম্যাচ খেলবে। আর পিএসএল ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে লাহোরে।

ফলে সব মিলিয়ে তার দল করাচি যদি ফাইনালেও জায়গা করে নেয় তারপরও ২৬ মে বেঙ্গালুরু দলের সঙ্গে যোগ দিতে পারবেন। চলতি পিএসএলে দারুণ ব্যাটিং করেছেন সেইফার্ট। ওপেনিংয়ে নেমে ১৪৫.৮০ স্ট্রাইক রেটে ২২৬ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংসটি ৪৭ রানের।
নিশামের ৫ উইকেটের পর সেইফার্টের ১০ ছক্কার ঝড়ে জিতল নিউজিল্যান্ড
২৬ মার্চ ২৫
এর আগেও আইপিএলে খেলেছেন সেইফার্ট। ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই ম্যাচে খেলেছিলেন তিনি। এ ছাড়া ২০২১ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এদিকে বেথেল জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলের প্লে অফে খেলতে পারছেন না।
শুক্রবার লক্ষ্ণৌতে সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে মাঠে নামবে বেঙ্গালুরু। এই ম্যাচে খেলেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বেথেল। অসুস্থ ফিল সল্টের বিকল্প হিসেবে খেলতে এসে বেঙ্গালুরুর হয়ে দুটি ম্যাচে খেলেছেন বেথেল। দলটির হয়ে খেলতে নেমে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৫৫ রান করেছিলেন বেথেল।