যা অর্জন করেছি সেটা নিয়ে আমি খুশি, ৫০০ উইকেট পেয়ে সাকিব

সিপিএল
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ হচ্ছিল না সাকিব আল হাসানের। সবশেষ কয়েক ম্যাচের মতো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষেও বাংলাদেশের অলরাউন্ডার বোলিংয়ে এলেন ইনিংসের শেষের দিকে। ১৫তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে অধিনায়ক ইমাদ ওয়াসিমের চাওয়া পূরণ করে উইকেট এনে দিতে একটুও দেরি করলেন না। সাকিবের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে অন সাইডে খেলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান।

promotional_ad

পাকিস্তানের উইকেটকিপার অবশ্য লিডিং এজ হয়ে ক্যাচ তুলে দিলেন সাকিবের হাতে। রিজওয়ানের ক্যাচ নিয়ে অনন্য এক মাইলফলকে নিজের নাম লেখালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। বাংলাদেশের প্রথম ও বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। সাকিবের আগে এমন কীর্তি আছে রশিদ খান, ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির ও সুনীল নারিনের।


আরো পড়ুন

হেলস-কার্টির জোড়া ফিফটিতে সাকিবদের বড় হার

১৫ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর সতীর্থদের সঙ্গে সাকিব

১০ বছরের ক্যারিয়ারে ৪৮৭ টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ৬৬০ উইকেট নিয়েছেন আফগানিস্তানের রশিদ। দুইয়ে থাকা ব্রাভো ক্রিকেট ছাড়ার আগে নিয়েছেন ৬৩১ উইকেট। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের নারিন ৫৯০ ও সাউথ আফ্রিকার তাহিরের নামের পাশে আছে ৫৫৪ উইকেট। তাদের পড়েই আছেন ৪৫৭ ম্যাচে ৫০২ উইকেট নেয়া সাকিব। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৭ হাজার ৫৪৯ রান আছে সাকিবের নামের পাশে।


promotional_ad

টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে সাড়ে ৭ হাজারের বেশি রানের পাশাপাশি ৫০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এমন মাইলফলকে নিজের নাম লেখাতে পেরে খুশি তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা অনেক পরিশ্রমের ফল। এরকম একটা মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। লম্বা একটা ক্যারিয়ার, যা অর্জন করেছি সেটা নিয়ে আমি খুশি।’


আরো পড়ুন

৫০০ উইকেটের দিনে অলরাউন্ড পারফরম্যান্সে অ্যান্টিগার জয়ের নায়ক সাকিব

২৫ আগস্ট ২৫
ব্যাটে-বলে পারফর্ম করে অ্যান্টিগার জয়ের নায়ক বাংলাদেশের সাকিব আল হাসান

অ্যান্টিগার হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ পাচ্ছিলেন না সাকিব। এখন পর্যন্ত দুইটি ম্যাচে সর্বোচ্চ ২ ওভার বোলিং করেছেন সাকিব। যার একটি সেন্ট কিটসের বিপক্ষে ২৪ আগস্টের ম্যাচে। এদিন ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। নিয়মিত কোটার পুরোটা শেষ করার সুযোগ না পাওয়ায় সমালোচনা হচ্ছে তাকে ঘিরে। তবে সাকিব জানালেন, তাঁর লক্ষ্য থাকে সুযোগ পেলেই দলের জন্য অবদান রাখা।


সাকিব বলেন, ‘আমি খুব বেশি বোলিং করিনি, একই সঙ্গে একটু নার্ভাসও। আরও বেশি ওভার বোলিং না পাওয়ায় চারপাশে অনেক নেগেটিভ কথা হচ্ছে। সবকিছুই দলের জন্য। আমি যখনই সুযোগ পাই তখনই অবদান রাখতে চাই। সবসময় আমার লক্ষ্য থাকে যেন আমি দলের হয়ে অবদান রাখতে পারি।’


বাচ্চাদের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি থাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজে গেছেন সাকিব। বয়স বেড়ে যাওয়ার সময়টা পরিবার সঙ্গে থাকলে কমফোর্টেবল অনুভব হয় বলে জানান তিনি। তারকা এই অলরাউন্ডার বলেন, ‘দেখুন—বেশিরভাগ সময়ই পরিবার আমার সঙ্গে ভ্রমণ করে। তিনটা বাচ্চার জন্য কঠিন হয়ে গেছে, তাদের স্কুল আছে। এখন তাদের গ্রীষ্মকালীন ছুটি চলছে এজন্য তারা আমার সঙ্গে আসতে পেরেছে। আপনার যখন একটু বয়স হয়ে যাবে তখন পরিবার সাথে থাকলে একটু কমফোর্টেবল লাগে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball