হেলস-কার্টির জোড়া ফিফটিতে সাকিবদের বড় হার

ছবি: উইকেট নেয়ার পর সতীর্থদের সঙ্গে সাকিব

এর ফলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে নিকোলাস পুরানের দল। এদিন ব্যাট হাতে ১৪ বলে ১৩ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান। এরপর বল হাতে এক উইকেট নিয়েও পার্থক্য গড়ে দিতে পারেননি।
৫০০ উইকেটের দিনে অলরাউন্ড পারফরম্যান্সে অ্যান্টিগার জয়ের নায়ক সাকিব
২৫ আগস্ট ২৫
অ্যান্টিগার দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি ত্রিনবাগো। ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসেই সাকিব ফেরান ওপেনার কলিন মুনরোকে। হাঁটু গেড়ে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে তিনি ধরা পড়ে কারিমা গোরের হাতে।

এরপর দ্বিতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন অ্যালেক্স হেলস ও কেসি কার্টি। এই দুজনের জুটিতেই বড় জয়ের ভিত পেয়ে যায় ত্রিনবাগো। ৪৫ বলে ৬০ রান করা কার্টিকে বোল্ড করে ফেরান জেইডেন সিলস।
যা অর্জন করেছি সেটা নিয়ে আমি খুশি, ৫০০ উইকেট পেয়ে সাকিব
২৪ আগস্ট ২৫
আর কোনো উইকেট নিতে পারেনি অ্যান্টিগা। ওপেনার অ্যালেক্স হেলস ৪৬ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন। পুরান ১১ বলে ২৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অ্যান্টিগা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন জোয়েল অ্যান্ড্রু। ৩৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক ইমাদ ওয়াসিম। আর ৩৪ রান এসেছে উসামা মীরের ব্যাট থেকে।
অ্যান্টিগার হয়ে মোহাম্মদ আমির একাই নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন আকিল হোসাইন ও আন্দ্রে রাসেল। তাদের আঁটসাঁট বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অ্যান্টিগার ব্যাটাররা।