কোহলির জন্য শিরোপা জিততে চায় বেঙ্গালুরু

ফ্র্যাঞ্চাইজি লিগ
কোহলির জন্য শিরোপা জিততে চায় বেঙ্গালুরু
রজত পাতিদার ও বিরাট কোহলি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দীর্ঘ ১৮ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলছেন বিরাট কোহলি। এখনও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। সেই আক্ষেপ ফুরোতে পারে মঙ্গলবারই। এদিন তারা আইপিএলে ফাইনালে মাঠে নামছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। এর আগেও খুব কাছে গিয়েও শিরোপার স্বাদ পাওয়া হয়নি বেঙ্গালুরুর।

এবার আর একই আক্ষেপে পুড়তে চায় না আইপিএলের অন্যতম তারকাবহুল দলটি। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার জানিয়েছেন, কোহলির জন্য শিরোপা জিততে চান তারা। এই ম্যাচে ফাইনাল ভেবে মাঠে নামবে না ক্রিকেটাররা। অন্য ম্যাচের মতো করেই নিজেদের পরিকল্পনা সাজাবে তারা। এই ম্যাচেও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়।

আইপিএল ফাইনালের আগে পাতিদার বলেছেন, 'কোহলির জন্যই ট্রফি চাই। এত বছর ধরে বেঙ্গালুরুকে অনেক কিছু দিয়েছে সে। আমরা ট্রফি জেতার জন্য নিজেদের সেরাটা দেব। ফাইনাল খেলব এটা ভেবে মঙ্গলবার নামব না। নিজেদের সেরা ক্রিকেটটাই উপহার দেব।'

আইপিএল ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এই মাঠে কোহলির ব্যাট হেসেছে বরাবরই। এই মাঠের রানবন্যা কারো অজানা নয়। পুরো ম্যাচ হলে এই ম্যাচেও দুই দল রান বন্যা বইয়ে দেবে বলার অপেক্ষা রাখে না। আইপিএলে নিজেদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে খেললেও ব্যাপক সমর্থন পেয়ে থাকে বেঙ্গালুরু।

ফাইনালেও এমনটাই প্রত্যাশা করছেন দলটির অধিনায়ক। পাতিদার বলেছেন, 'যেখানেই যাই না কেন সেটাই আমাদের ঘরের মাঠ। যে ভাবে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন তার প্রশংসা কোনও ভাবেই করা যাবে না।'

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শঙ্কা রয়েছে তারকা ক্রিকেটার টিম ডেভিডকে নিয়ে। তবে তাকে নিয়েই মাঠে নামতে আশাবাদী পাতিদার। তিনি বলেন, 'এখনও পর্যন্ত ডেভিডকে নিয়ে কিছু জানি না। চিকিৎসকেরা রয়েছেন। আশা করি আজ (সোমবার) বিকেলের মধ্যেই জানতে পারব ও খেলতে পারবে কি না।'

আরো পড়ুন: আইপিএল