আইপিএল শেষ করে ধোনি বললেন, ‘সিদ্ধান্ত নেয়ার জন্য চার-পাঁচ মাস সময় আছে’

ছবি: চেন্নাইয়ের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি, আইপিএল

এরপরই আইপিএল নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তার আইপিএলে ফিরে আসা অনেক বিষয়ের ওপর নির্ভর করবে। এর মধ্যে ক্রিকেটের প্রতি প্রেরণা, ফিটনেস এবং দলের হয়ে অবদান রাখতে পারবেন কিনা এসবের ওপর তার সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে। তাই এবারও ভক্তদের অপেক্ষায় রেখে দিয়েছেন ধোনি।
ক্লাসেনের বিধ্বংসী সেঞ্চুরিতে বড় জয়ে আইপিএল শেষ করল হায়দরাবাদ
১৩ মিনিট আগে
তিনি বলেছেন, 'সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনও চার-পাঁচ মাস সময় রয়েছে। কোনও তাড়াহুড়ো নেই। শরীরটা ঠিক রাখতে হবে। নিজের সেরাটা দিতে হবে। যদি ক্রিকেটীয় পারফরম্যান্সের বিচারে খেলোয়াড়দের অবসর নিতে হত, তা হলে অনেকেই ২২ বছরে অবসর নিয়ে নিত। আপাতত রাঁচীতে ফিরে যাব। বাইক-টাইক চালিয়ে সময়টা উপভোগ করব। তার পর দেখা যাবে।'

ধোনিকে সরাসরি অবসর নিয়েও প্রশ্ন করা হয়েছে। জবাবে তিনি বলেছেন, 'আমি বলছি না যে আমার সময় শেষ হয়ে গিয়েছে। এটাও বলছি না যে পরের বছর ফিরবই। আমার কাছে সময়ের বিলাসিতা রয়েছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।'
‘আমি ধোনি হলে অন্যদের খেলার সুযোগ করে দিতাম’
২১ মে ২৫
যদিও বয়স যে থেমে নেই সেটা মেনে নিয়েছেন ধোনিও। তিনি বয়স নিয়ে বলেছেন, 'মাঝে মাঝে মনে হয় অনেক বয়স হয়ে গিয়েছে। ডাগআউটে সবার পিছনে বসি আমি। আমার আসনের ঠিক আগেই বসে আন্দ্রে (সিদ্ধার্থ)। সে দিন জিজ্ঞাসা করেছিলাম, ওর বয়স কত? শুনলাম, আমার থেকে ঠিক ২৫ বছর ছোট!'
এবারের আইপিএল থেকে চেন্নাইয়ের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। গুজরাটের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। চেন্নাই ১৪ ম্যাচের মধ্যে চারটিতে কেবল জয় পেয়েছে। শুরুর দিকে দলটির অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তবে তার ইনজুরিতেই আবার অধিনায়কত্বের সুযোগ হয় ধোনির। তবে তার নেতৃত্বেও ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই।