‘টাকার চেয়ে জীবন অনেক দামি’, আইপিএল-পিএসএল নিয়ে জনসন

ফ্র্যাঞ্চাইজি লিগ
‘টাকার চেয়ে জীবন অনেক দামি’, আইপিএল-পিএসএল নিয়ে জনসন
মিচেল জনসন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে এক সপ্তাহ বন্ধ ছিল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। এই বিরতিতে অনেক বিদেশি ক্রিকেটার ভারত ছেড়ে গেছেন। অনেকেই আইপিএলের বাকি অংশে খেলতে আসছেন না। এমন অবস্থায় ক্রিকেটারদের আইপিএলে খেলতে জোর দিতে বারণ করেছেন মিচেল জনসন।

সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণেও অনেক ক্রিকেটারকে পাচ্ছে না আইপিএল। সামনেই ইংল্যান্ডের সিরিজ রয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। জস বাটলারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকায় আইপিএলে খেলছেন না।

তার বদলি হিসেবে কুশল মেন্ডিসকে নিয়েছে গুজরাট টাইটান্স। তিনি আবার পিএসএলে খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। আর ব্যক্তিগত কারণে ভারতে ফিরছেন না অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তার পরিবর্তে দিল্লি ক্যাপিটালস নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। অন্য দলগুলোতেও একাধিক পরিবর্তন হয়েছে।

এমন পরিস্থিতিতেই জনসন ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামে এক পত্রিকায় লেখা কলামে লিখেছেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কাউকে জোর করে অথবা চাপ প্রয়োগ করে ফেরানো যাবে না। এমনকি আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই সাময়িক সময়ের জন্য থেমে ছিল। এখন সেটা ফেরানোর চেষ্টা চলছে। দুইটা টুর্নামেন্ট এখন বন্ধ হওয়া উচিত। অথবা চালিয়ে নেওয়া উচিত অন্য উপায়ে। সেটা আর্থিক দিক দিয়ে বড়সড় একটা ব্যাপার হবে।’

অস্ট্রেলিয়ার এই সাবেক পেসার এক সময় কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতিয়েছেন। এমন পরিস্থিতিতে পড়লে তিনি আইপিএলে যেতেন না বলেও মন্তব্য করেছেন। তার কাছে টাকার চেয়ে জীবন অনেক দামি। তাই বাকি ক্রিকেটারদেরও একই পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার এক সময়ের এই তারকা পেসার।

তিনি লিখেছেন, 'আমাকে যদি এমন অবস্থায় সিদ্ধান্ত নিতে হত, সেটা খুবই সহজ কাজ হত। আমি যেতাম না। টাকার থেকে জীবন অনেক দামি। যদিও এই সিদ্ধান্ত সকলের ব্যক্তিগত। কাউকে খেলতে যাওয়ার জন্য জোর করা উচিত নয়। আইপিএল এবং পাকিস্তান সুপার লিগ যতই আবার শুরু হোক, ক্রিকেটারদের উপর চাপ দেওয়া উচিত নয়।'

১৭ মে থেকে শুরু হওয়া আইপিএল এখন শেষ হবে ৩ জুন। যদিও ফাইনালের ভেন্যু এখনও ঠিক করেনি বিসিসিআই। তবে ধারণা করা হচ্ছে আইপিএলের ফাইনাল হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এ কারণে মিচেল স্টার্ক থেকে শুরু করে একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএলে যোগ দিচ্ছেন না। জনসন মনে করেন এমন অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকেই বেশি গুরুত্ব দেয়া উচিত।

তিনি বলেন, ‘এটা ভুলে গেলে চলবে না, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের প্রস্তুতির ব্যাপার আছে। আইপিএলের ফাইনাল সরে এখন ৩ জুন চলে গেছে। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর ঠিক এক সপ্তাহ আগে। ক্রিকেটারদের প্রস্তুতিতে একটা প্রভাব ফেলবে। যেখানে টেস্ট ক্রিকেটের শিরোপা নির্ধারণী ম্যাচের একটা ব্যাপার থাকে।’

আরো পড়ুন: মিচেল জনসন