বিপিএলের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে ২ ডিসেম্বর শুরু হবে আইএল টি-টোয়েন্টি

ছবি: আইএল টি-টোয়েন্টির গত আসরের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস, ফাইল ফটো

এবারের মৌসুমে আসরটি এগিয়ে আনার মূল লক্ষ্য জানুয়ারি-ফেব্রুয়ারির ঠাসা ক্রিকেট সূচি এড়িয়ে চলা এবং ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আসর শেষ করা। আগের তিনটি আসরই বছরের শুরুতে অনুষ্ঠিত হয়েছে এই লিগটি। ফলে সাউথ আফ্রিকার এসএ২০, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, বাংলাদেশের বিপিএল এবং অতীতে পাকিস্তানের পিএসএলের সঙ্গেও সময়কাল মিলে গেছে।
পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস
১০ ফেব্রুয়ারি ২৫
এবার সময় কিছুটা এগিয়ে আনায় অন্য লিগগুলোর সঙ্গে সংঘর্ষ কিছুটা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন আয়োজকরা। যদিও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সঙ্গে সময়কালে মিল থাকছে এবার।

আইএল টি-টোয়েন্টির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, 'আমাদের সব স্টেকহোল্ডারের সঙ্গে বিস্তৃত আলোচনা শেষে আমরা মনে করছি, ২ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬— এই সময়সীমা আইএলটি২০ সিজন ৪-এর জন্য সবচেয়ে উপযুক্ত। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারির শুরুতেই শুরু হবে।'
তিনি আরো বলেন, 'আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই টুর্নামেন্টটি বিশ্বকাপের আগেই শেষ করা। এতে করে দুই টুর্নামেন্টেই অংশ নেয়া ক্রিকেটাররা জাতীয় দলের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। ডিসেম্বর-জানুয়ারির উইন্ডোটা দলগুলোর জন্য আরো বড় খেলোয়াড় পুল থেকে ক্রিকেটার বেছে নেয়ার সুযোগ তৈরি করবে বলেই আমরা মনে করি।'
যদিও এখনও নিশ্চিত হওয়া যায়নি যে এই উইন্ডো শুধুমাত্র এবারের জন্য, নাকি সামনের মৌসুমগুলোতেও এই সময় ধরে রাখা হবে। আইএল টি-টোয়েন্টি এখন পর্যন্ত ছয় দলের একটি প্রতিযোগিতা। তিনটি আসরে তিনটি আলাদা দল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলগুলো হচ্ছে গালফ জায়ান্টস, এমআই এমিরেটস ও দুবাই ক্যাপিটালস।