ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ৩ নম্বরে মান্ধানা

ছবি: সেঞ্চুরির পর স্মৃতি মান্ধানা

এর ফলে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট (৭৭১) অর্জন করেছেন তিনি। দুই নম্বরে থাকা হেইলি ম্যাথিউসের চেয়ে তিনি মাত্র ৩ পয়েন্ট পেছনে আছেন ভারতের এই তারকা ব্যাটার। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচেই তিনি ম্যাথিউসকে টপকে যেতে পারেন। তবে শীর্ষে থাকা বেথ মুনি অনেকটা এগিয়ে আছেন মান্ধানার চেয়ে। তার রেটিং পয়েন্ট ৭৯৪।
ম্যাককালামকে ক্রিকেটের সাউথগেট মনে করেন ফ্লিনটফ
৫ ঘন্টা আগে
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সে দারুণ উন্নতি করেছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। তিনি ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আর তাতেই উঠে এসেছেন ৪ নম্বরে। তাকে ৪ নম্বরে জায়গা দিতে নিচে নামতে হয়েছে তার সতীর্থ সোফি একলস্টোন ও ভারতের রেনুকা ঠাকুরকে।

ভারতের শেফালি ভার্মা অক্টোবর ২০২৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। ওপেনিংয়ে মন্ধানার সঙ্গে নেমে ২২ বলে ২০ রান করেন। এমন পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে ১৩ নম্বরে চলে এসেছেন তিনি। হারলিন দেওল, জুলাই ২০২৩ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি খেলেছেন।
‘বুমরাহ চাইলে তিনটির বেশি টেস্টও খেলতে পারে’
৭ ঘন্টা আগে
২৩ বলে ৪৩ রান করেছেন ভারতের এই ব্যাটার। তিনি তাই আবারও র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন। তিনি এখন যৌথভাবে ৮৬তম স্থানে আছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে বেলের উত্থানে সেরা দশে দারুণ প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। পাকিস্তানের সাদিয়া ইকবাল ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এখনো এক নম্বরে।
অ্যানাবেল সাদারল্যান্ড (৭৩৬ পয়েন্ট) ও ভারতের দীপ্তি শর্মা (৭৩৫) যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছেন। তাদের খুব কাছাকাছি চলে এসেছেন বেল। শীর্ষে থাকা সাদিয়ার সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধানে বেলের। দীপ্তি, বেল ও একলস্টোন (৭২৫ পয়েন্ট) – এই তিনজনই শীর্ষে জায়গা করে নিতে পারেন দ্রুতই। তবে তা নির্ভর করবে পারফরম্যান্সের ওপর।