ব্যাটিং উইকেটেও জিতল না চেন্নাই, হতাশ ধোনি

ছবি: ব্যাটিং উইকেটেও জিতল না চেন্নাই, হতাশ ধোনি, ফাইল ফটো

চিপকে এবার মনের মতো উইকেট পায়নি চেন্নাই। আসরের শুরু থেকেই এ নিয়ে অভিযোগ ছিল ধোনি এবং চেন্নাইয়ের। অবশেষে পাঞ্জাবের বিপক্ষে মনমতো উইকেট পায় চেন্নাই। ১৯.২ ওভারে ১৯০ রানে অল আউট হয়ে যায় দলটি।
ধোনিকে আর আইপিএলে দেখতে চান না গিলক্রিস্ট
২২ ঘন্টা আগে
ম্যাচ শেষে ধোনি বলেন, 'হ্যাঁ, এই প্রথমবার আমরা বোর্ডে কিছু রান তুলতে পেরেছি। কিন্তু আমার মনে হয়, এটা এখনও পার স্কোরের নিচে ছিল। এই উইকেটে আমাদের আরও রান দরকার ছিল।'

চেন্নাইয়ের ইনিংসে একমাত্র আশার আলো ছিলেন স্যাম কারান ও ডিওয়াল্ড ব্রেভিস। দুইজন মিলে গড়েন ৭৮ রানের কার্যকরী জুটি। ব্রেভিস করেন ২৬ বলে ৩২, আর কারান খেলেন ৪৭ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস।
চাহালের হ্যাটট্রিকের পর আইয়ারের ব্যাটে জিতল পাঞ্জাব
১৬ ঘন্টা আগে
'কারান আর ব্রেভিসের জুটিটা আমাদের ইনিংসে প্রাণ এনে দিয়েছিল। কারান তো ফাইটার, এটা আমরা জানি। আগের ম্যাচগুলোতে ওকে যখন খেলানো হয়েছে, উইকেট খুব ধীর ছিল। আজকের ট্র্যাকটা ছিল এবারের ঘরের মাঠে সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট।'
তরুণ ব্রেভিসকে নিয়েও প্রশংসা ঝরেছে ধোনির কণ্ঠে, 'ও মিডল অর্ডারে গতি আনছে, ভালো ফিল্ডার, পাওয়ারও আছে। ভালো বলেও বাউন্ডারি মারতে পারে। সবচেয়ে বড় কথা, ও এখনো আগের ব্যর্থতার মধ্যে আটকে নেই। ও আমাদের দলকে সতেজ করেছে।'
চেন্নাইয়ের হারের ফলে প্লে-অফের রাস্তা একদম বন্ধই হয়ে গেল। আসরে দশ ম্যাচে দুটি জিতেছে তারা। পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে আছে দলটি। বাকি চারটি ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যেতে পারবে না ধোনির দল। কেননা সেরা পাঁচে থাকা দলগুলো ইতোমধ্যেই অন্তত ছয়টি ম্যাচ জিতে গেছে।