ব্যাট হাতে এদিন ব্যর্থ হয়েছিলেন ম্যাক্সওয়েল ২ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। যদিও বল হাতে তিনি তুলে নিয়েছিলেন রাচিন রবীন্দ্রর উইকেট। ২ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচা করেছিলেন তিনি।
আইপিএলের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে ম্যাক্সওয়েল আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছেন। যদিও তার শাস্তির কারণটি অজানা। এই বিষয়ে আইপিএল কতৃপক্ষও বিস্তারিত জানায়নি। তার এই অপরাধকে লেভেল ওয়ানের অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাভাবিক এবং ক্রিকেটীয় কার্যকলাপের বাইরে যে কোনো কাজ, যেমন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে উইকেটে আঘাত করা বা লাথি দেওয়া, বিজ্ঞাপন বোর্ড, সীমানার দড়ি ও ড্রেসিংরুমের জিনিসপত্র ক্ষতি করলে এমন শাস্তির বিধান রয়েছে।’
আর্টিকেল ২.২ অনুযায়ী ম্যাচের সময় রাগের বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে উইকেটে লাথি মারা বা এমন কোনো বেপরোয়া কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। ম্যাক্সওয়েলও একই ধরনের অপরাধ করে শাস্তির মুখোমুখি হয়েছেন। শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
টস জিতে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে পাঞ্জাব। ৩৯ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন পাঞ্জাবের বাঁহাতি ব্যাটার প্রিয়ানস আরিয়া। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।