
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন ভূমিকায় দেখা যাবে ম্যাক্সওয়েলকে
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরো বড় ভূমিকা পালন করতে প্রস্তুত গ্লেন ম্যাক্সওয়েল। বিশেষ করে পাওয়ার প্লে'তে বল করার দিকে এবার বেশি গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিতে নতুন বলে দুই ওভার করে বোলিং করেন ম্যাক্সওয়েল। তাতেই উল্লেখযোগ্য প্রভাব ফেলেন তিনি।